বিশ্ব দরবারে মার্কিন অধিপত্যকে চ্যালেঞ্জ করল চীন | ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমে উদ্বেগ উসকে আগ্রাসী হয়ে উঠেছে চীন বাহিনী | তাই ভারত অর্থাৎ নরেন্দ্র মোদির মধ্যেই চীন বধের অস্ত্র খুঁজে আমেরিকা |
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফর নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে | গুজরাট দাঙ্গার ‘দাগ’ থাকায় যাকে ভিসা দেওয়া হয়নি আজ তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন | বিশ্লেষকদের মতে সমুদ্রের দখল পেতে ও ড্রাগন অর্থাৎ চীন বধের উদ্দেশ্যেই ‘আঙ্কেল স্যামে’ এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় |
আগামী ২২ শে জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জো বাইডেন এবং ফাস্ট লেডি জিল বাইডেন নৈশোভজে আমন্ত্রণ জানিয়েছেন | তার আগেই শীর্ষ মার্কিন কর্তা কার্ট ক্যাম্পবেলের মুখে শোনা গেল ভারত ও মোদির স্তুতি | হোয়াইট হাউসে এক বিবৃতি জারির মাধ্যমে ভারত ও আমেরিকার মধ্যে প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়। উল্লেখ্য বিষয় ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ড্রাগন অর্থাৎ চীনের কারণে ওয়াশিংটন উদ্বেগের যে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছে | তাই চীনকে কব্জা করতে এখন ভারতেই অস্ত্র বানাচ্ছে আমেরিকা। এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সচিব কারিন জিন পিয়ের বলেন, প্রধানমন্ত্রী মোদি ও বাইডেনের এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক মজবুত করার জন্যই এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা ও নৌচালনার স্বাধীনতা বজায় রাখার উদ্যোগ নিয়েও আলোচনা হবে |
উল্লেখ্য বিষয় ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমে আগ্রাসী হয়ে উঠছে চীন | তারা কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করেছে | যার জন্য বিপন্ন ‘ওপেন ট্রেড রুট’ বা মুক্ত বাণিজ্য পথ | তবে গত মার্চ মাসে কোয়াড গোষ্ঠী নাম উল্লেখ না করেই কড়া বার্তা প্রদান করে বেজিংকে | আমেরিকা, অস্ট্রেলিয়া,জাপান এবং ভারত মিলে তৈরি হয় কোয়াড ( QUAD) গোষ্ঠী |
বিশ্লেষকদের মত অনুসারে, এই চারটি দেশের একজোট হওয়ার লক্ষ্য মূলত চীনকে নজরে রেখেই| কোয়াডের বিদেশ মন্ত্রীরা মার্চে দিল্লিতে জি-২০ বৈঠকের মাঝেই আলোচনাতে বসেন| এক বিবৃতির মাধ্যমে কোয়াড পরিষ্কারভাবে জানায়, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীনতা বজায় রাখতেই বদ্ধপরিকর থাকবে তারা |