দক্ষিণ-পশ্চিম চিনে এক ভয়াবক বাস দুর্ঘটনায় স্তম্ভিত সেই অঞ্চলের বাসিন্দারা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ২৭ জনের এবং আহত হয়েছেন ২০ জন। সেখানকার স্থানীয় পুলিশের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত এটাই চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার মধ্যে একটি।
সূত্রের খবর, চীনের গুইইঝোউ প্রদেশেই এই ভয়ানক সড়ক দুর্ঘটনার ঘটেছে। সেই সময়ে বাসটিতে ছিল ৪৭ জন। গুইঝোউ প্রদেশের এক গ্রামীণ এলকার এক সড়কে যাত্রীদের নিয়ে বাসটি একপাশে উল্টে যায়। সেখানে ২৭ জনের মৃত্যুর পাশাপাশি আরও ২০ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত যাত্রীদের সেখানকার নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনাটি ঘটেছে গুইইঝোউ-এর কিয়ান্নান এলাকায়।