চীন সরকারের” জিরো কোভিড নীতি” এই নীতি এমন কঠোর চরম পর্যায়ে পৌঁছেছে যে দেশের প্রায় অধিকাংশ নাগরিক এই কঠোর কোভিড নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এই বিক্ষোভ চলাকালীন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই “প্রতিবাদী মূলত পড়ুয়াদের “।তিঁনি এটি দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিচিলের কাছে। প্রায় তিন বছর ধরে অতিমারি চলতে থাকায় প্রায় সমস্ত পড়ুয়ারা হতাশ হয়ে পড়েছেন। যার ফলে এই প্রতিবাদ আরো চরম পর্যায়ে পৌঁছাচ্ছে ।
সরকারের এই কঠোর নীতির বিরুদ্ধে দেশের প্রায় সমস্ত প্রান্তে জনগণ পথে নেমেছে ।কোভিড নীতি শিথিল করতে বিচ্ছিন্নবাসে থাকার সময় কমিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত বুধবার প্রায় বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন প্রত্যাহার করার ঘোষণা করা হয়।