দীর্ঘ দু বছর পর ফের খুলেছে কলেজের দরজা। স্বাভাবিক ছন্দেই শুরু হয়েছে পঠনপাঠন। এবার সেই ছন্দেই দু বছর পর আবারও অনুষ্ঠিত হলো কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ২৮ শে মার্চ কলেজ নিকটস্থ মাঠে আয়োজিত হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র ,পরিচালন সমিতির প্রেসিডেন্ট , শিক্ষক, শিক্ষাকর্মী থেকে পড়ুয়ারা। এদিন পতাকা উত্তলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন অধ্যক্ষ। পড়ুয়াদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মনে করিয়ে দেন পড়াশুনার সাথে শরীর চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা।আউটডোর গেমসের পাশাপাশি দাবা, টেনিসের মতোন ইন্ডোর গেমস খেলার জন্যেও পড়ুয়াদের উৎসাহ দেন অধ্যক্ষ ।
সতন্ত্রের ধারা মেনে এবারও ছিল একাধিক খেলার আয়োজন। প্রখর তাপেও এদিন প্রতিযোগিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। প্রায় তিনটি ধাপ পেরোনোর পর এদিন বেছে নেওয়া হয় দিনের সেরা প্রতিযোগিদের। এবারের প্রতিযোগিতায় ডিসকাসে প্রথম স্থান অধিকার করেন অভিষেক ঠাকুর ,অন্যদিকে মহিলা বিভাগের ডিসকাসে প্রথম স্থান অধিকার করেন রূপা বর্মন। ডিসকাসের পাশাপাশি শর্টপুটেও প্রথম স্থান অধিকার করেন রূপা। ২০০ মিটার দৌড়ে জয়ের খেতাব ছিনিয়ে নেন রিত মুখার্জি এবং মহিলা বিভাগে রিমা ঠান্ডার। এদিন প্রতিযোগিতার শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অধ্যক্ষ।
পড়ুয়াদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এদিন মাঠে মজুত রাখা হয় পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজের জল ও ফার্স্ট এইড , আয়োজন করা হয় জল খাবারেরও।সামগ্রিক চিত্র-গ্রহনের দায়িত্বে ছিলেন জুলজি বিভাগের ছাত্র সমপ্রভ সাহা। সব মিলিয়ে এক আন্তরিক উৎসাহে সম্পন্ন হল এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘদিন চেনা ছন্দে গা ভাসাতে পেরে খুশি কলেজের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও।