চোখের সমস্যার জন্য আর যেতে হবে না ডাক্তার এর কাছে। এবার থেকে ঘরে বসে তাও আবার বিনামূল্যে চোখের রোগ সম্পর্কে জানা যাবে একটি অ্যাপ এর মাধ্যমে। এমনি একটি অ্যাপ বানিয়ে তাক লাগালো লীনা আখতার নামে দশ বছর বয়সের এক ক্ষুদে।
মাত্র দশ বছরের খুদের কাজে বিস্মিত গোটা বিশ্ব।লীনা আখতার হচ্ছে এক ভারতীয় বংশোদ্ভুত যে বর্তমানে দুবাই এর বাসিন্দা।সম্প্রতি লিঙ্কডইন নামক এক সমাজ মাধ্যমে লীনা একটি পোস্ট এর মাধ্যমে এই অ্যাপ টি সম্পর্কে মানুষ কে অবগত করে। এবং একটি ভিডিওর মাধ্যমে অ্যাপ টি কেমন ভাবে তার কাজ করে সেই সম্পর্কে বুঝিয়ে দেয়।
এর আগে লীনা আখতার এর দিদি হানা আখতার মাত্র নয় বছর বয়সে সর্বকনিষ্ঠ আইওএস ডেভেলপর হয়। এবং বানিয়ে ফেলে একটু অ্যাপ। এই কারণে হানা আখতার অ্যাপেল এর সিইও টিম কুক এর কাছে ভুয়সী প্রশংসাও পায়। প্রথমে হানা আখতার সর্বকনিষ্ঠ আইওএস ডেভেলপর হয়। এবং এখন তার বোন লীনা আখতার দশ বছর বয়সে এমন অ্যাপ বানায় যা চোখের কঠিন থেকে কঠিন রোগ ধরে ফেলার ক্ষমতা রাখেন।