রবিবারের যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ফাইনালে বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি-কে মোট ২-১ ব্যবধানে হারিয়ে জয়ী হয়। আইলিগ, আইএসএল, ফেডারেশন কাপ, সুপার কাপ, এমনকি এএফসি কাপে ও রানার্স আপ হয়েছে বেঙ্গালুরু এফসি।এবার আবার ও রেকর্ড গড়ল বেঙ্গালুরু এফসি ডুরান্ড কাপ জয়ের মাধ্যমে।কিন্তু বিতর্ক ওঠে ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কে কেন্দ্র করে।
নেট মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও তে দেখা গেছে, ডুরান্ড কাপ জেতার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন এর হাত থেকে ট্রফি গ্ৰহণ করতে যান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী এবং ক্রীড়ামন্ত্রী র মাঝে ছিলেন লা গণেশন। কিন্তু সুনীল ছেত্রী রাজ্যপাল এর সামনে থাকায় ছবি উঠছে না এই মন্তব্যে তাঁকে বাঁ হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। সুনীলও কিছু টা পিছিয়ে যান। কোনো রকমে ট্রফি টিকে ছুঁয়ে ট্রফি টি গ্ৰহণ করেন তিনি।
নেট মাধ্যমে প্রকাশিত এই ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা লা গণেশন এর এই কাজের সমালোচনা করেছেন। অবশ্য এই বিষয়ে সুনীল ছেত্রী কিংবা ভারতীয় ফুটবল দলের তরফ থেকে কোনো মন্তব্য প্রকাশ হয়নি।