একটানা চার বছর বড় পর্দায় বিরতি থাকার পর ফের ভক্তদের সমস্ত আকাঙ্ক্ষা মিটিয়ে আগামী বছর জওয়ান নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালকের ছবিতে এই প্রথম অভিনয় করছেন শাহরুখ। সহ অভিনেতা অভিনেত্রীরাও সব দক্ষিণী ইন্ডাস্ট্রির। এখানে শাহরুখের নায়িকা দক্ষিণের লেডি নয়নতারা। এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি এবং থালাপতি বিজয়।
কিছুদিন আগের এক রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ‘জওয়ান’ দুটি স্বত্ব বিক্রি করে ২৫০ কোটি টাকা আয় করেছে। যদিও এই রিপোর্টের কোনও অফিশিয়াল স্বীকৃতি মেলেনি, তবে এর যদি কোনও সত্যতা থাকে তবে এই উপার্জন জওয়ান -এর বাজেটের চেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে যে জওয়ান -এর বাজেট ১৮০ কোটি টাকার কাছাকাছি। এমন পরিস্থিতিতে ছবিটি ইতিমধ্যে ২৫০ কোটি আয় করার পর একপ্রকার হিট হয়েই গিয়েছে।
‘জওয়ান’ শুধু হিন্দিতে নয়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে। এই কারণে জওয়ান নিয়ে উত্তেজনা শুধু হিন্দি ছবির দর্শকের মধ্যেই নয়, সারা দেশের সিনেমা ভক্তদের মধ্যে রয়েছে। আগামী জুনে ছবি মুক্তির কথা ঘোষনা করলেও সঠিক তারিখ এখনো জানাননি শাহরুখ খান।