জয়ের হ্যাটট্রিক করে আগামী 6 জুন থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির নকআউটে বাংলা ক্রিকেট দলের অভিযান।তার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলো বাংলা ক্রিকেট দল। দারুন পারফর্ম করলেন বাংলার বোলাররা।
২ দিনের প্রস্তুতি ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল।বাংলা বোলারদের দুর্দান্ত ক্রীড়াকৌশল- এ ১৮৩ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরাখণ্ড।বাংলার হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়, মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন রিত্তিক । এছাড়াও ঈশান পোড়েল ও মুকেশ কুমার দুটি করে উইকেট নেন । ব্যাট করতে নেমে পরপর ২ উইকেট হারিয়েছে বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় মাত্র ৩ রান করে ফিরে গিয়েছেন, অভিষেক রমন নিজের ১০ রান করে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন এই মুহূর্তে অনুষ্টুপ মজুমদার (১) ও সুদীপ ঘরামি (১৯)।
টানা তিন ম্যাচ জিতে রঞ্জি ট্রফির নকআউটে পৌঁছে গিয়েছিল বাংলা ,রীতিমতো দাপট দেখিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে বাংলা। এরপর কোয়ার্টার ফাইনাল। দীর্ঘ এই বিরতিতে দলের ছন্দ নষ্ট হয়ে যাবে না বলেছেন সৌরাশিস লাহিড়ী, মাঝে লম্বা বিরতি থাকলেও সমস্যা হবে না কারণ দলের সকলেই ক্রিকেটের মধ্যে থাকবেন।নকআউট পর্বের আগের লম্বা বিরতি রয়েছে ,তবে ক্রিকেট খেলা বন্ধ থাকবে না। আমাদের দলের ৬ জন ক্রিকেটার আইপিএল খেলবে ,পাশাপাশি সি. কে. নাইডু ট্রফিতে খেলবে। আমাদের ক্লাব ক্রিকেট পরিকাঠামোর দিক থেকে দেশের অন্যতম সেরা, ফলে সকলে খেলার মধ্যেই থাকবে সমস্যা হবেনা, এবিপি লাইভ কে জানিয়েছেন সৌরাশিস।এছাড়াও তিনি আগেই বলে এসেছেন যে আমাদের বোলাররা অসাধারণ ক্রীড়াকৌশল প্রদর্শন করে চলেছে, আমার দল বোলিংয়ের উপরই নির্ভরশীল ,তবে ম্যাচটিতে সঙ্ঘবদ্ধ প্রয়াস দেখা গিয়েছিল, যা ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল।