অবশেষে সোমবার ২১ শে ফেব্রুয়ারি করোনা ভাইরাসের প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) কোর্বেভাক্সকে জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। এবার ১২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য জরুরিভিত্তিতে কোর্বেভাক্স (corbevax) টিকার প্রাথমিক ছাড়পত্র মিলেছে দেশে। এ প্রসঙ্গে কোর্বেভাক্স টিকা প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা বলেছেন- “কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে আমাদের লড়াই প্রায় শেষের দিকে। এমত অবস্থায় কোর্বেভাক্স টিকার জরুরীভিত্তিতে ছাড়পত্র এই লড়াইয়ে আরও ত্বরান্বিত করবে। স্কুল-কলেজে পড়ুয়ারা দু’টি ভ্যাকসিন গ্রহণ করতে পারবে এবং করোনার বিরুদ্ধে যুদ্ধে আরো কিছুটা সুরক্ষিত থাকতে পারবে।”
এই প্রতিষেধকের দুটি ডোজের ব্যবধান ২৮ দিন। এই টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এএনআই সূত্রের খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। উল্লেখ্য,কোর্বেভাক্স হল ভারতের প্রথম RBD প্রোটিনযুক্ত সাব-ইউনিট ভ্যাকসিন। গত ২৮ ডিসেম্বর এই ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্কদের শরীরে ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল DCGI। যদিও দেশে করোনা গ্রাফ নিম্নমুখী তবে করোনা টিকাকরণে ভরসা রেখেই কাভিড কমানোর দিকে লক্ষ্য রেখেছে ভারত।