দিন দিন মানুষ যত প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে দ্রুত। যার প্রভাব পড়ছে হিন্দুকুষ-হিমালয় অববাহিকা অঞ্চলে। যার জেরে অকালেই বেশ কয়েকটি দেশ পড়তে চলেছে চরম জলসংকটে। এমনই দাবি “চীনা ওয়াটার রিস্ক” এর।
হিন্দুকুস হিমালয় অববাহিকা অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে ১০টি নদী। যার মধ্যে ভারত-বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মত নদী অন্যদিকে ইয়াজাং ও হলুদ নদী প্রবাহিত হয়েছে চীনের মধ্যে দিয়ে। এই ১০টি নদীর অববাহিকা অঞ্চলে বসবাস করে কম পক্ষে ১০০কোটি মানুষ। হিমবাহের গলনের ফলে এই অববাহিকা অঞ্চল বর্তমানে সংকট পূর্ণ। শুধুমাত্র আবাওহাওয়ার পরিবর্তন নয় এই অঞ্চলে গড়ে ওঠা জলবিদ্যুৎ কেন্দ্র গুলিও চিন্তা বাড়িয়েছে। এক একটা দেশের মোট জল বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ জল বিদ্যুৎ উৎপর্ণ করে এই অঞ্চল। ফলে এই অঞ্চলে কোনো ভাবে জলের সরবরাহ কমে গেলে এই অঞ্চলে দেখা দিতে পারে প্রবল জল সংকট। যার ফল ভোগ করতে হতে পরে ভারত, বাংলাদেশ, চিন সহ এশিয়ার আরও ১৬টি দেশ কে।