আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া পৌঁছে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন।
রুশ সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে পুতিনের (Putin) সঙ্গে দেখা হয় কিমের। তাঁরা করমর্দন করেন। পুতিন কিমকে বলেন, ”আপনাকে দেখে খুবই আনন্দিত।” কিমও তাঁকে ধন্যবাদ জানান, রাশিয়ায় আসার আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনাবেচার ব্যাপারে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। যার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধে।
দুই দেশের মধ্যে কিছু স্পর্শকাতর ইস্যুতে আলোচনা এবং চুক্তি হবে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে বিষয়গুলো প্রকাশ করা হবে না বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে যুক্তরাষ্ট্র ধারণা করছে, ইউক্রেন যুদ্ধে হামলার গতি বাড়াতে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিতে চাইছেন পুতিন। এ জন্য কিমের সঙ্গে তার একটি গোপন অস্ত্র চুক্তি হতে যাচ্ছে।
দুই নেতার শীর্ষ সম্মেলনে ছোট বোন কিম ইয়ো জং’কে সঙ্গে নিয়ে এসেছেন কিম। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই তাকে রাখা হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।