622edcb17e3474211e0cf029116b83f8

টাইম ট্রাভেল রিকশা, যেটা অতীতে নিয়ে যেতে সক্ষম

জাদু – ই রিকশা | 

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

সালটা ২০৫০| দেশ এখন অনেক উন্নত | প্রতিটি ঘরে ঘরে মানুষ নিজের নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত। প্রতিটি ঘরেই চলছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা গবেষণা | এরকমভাবেই দিন এগোচ্ছে | একদিন একটি বাড়িতে একটি ছেলে তার ঠাকুরদার আবদারে মোবাইল ফোনে চালালো একটি সিনেমা সিনেমাটির নাম” গুপি গাইন বাঘা বাইন “| সেই সিনেমাটির মধ্যেই তার সব থেকে ভালো লেগেছে ভূতের রাজার দেওয়া দিন বর | সেই বর গুলির মধ্যেই সবথেকে যে জিনিসটি তাকে বেশি আকর্ষণ করল তা হলো সেই জুতো জোড়া। যেটা পড়ে যখন যেখানে ইচ্ছা যাওয়া যায় | সেও মনে মনে ভাবল সে এমন একটি জিনিস বানাবে যেটা সাহায্যে সে অতীতের বিভিন্ন সময় ঘুরে আসতে পারবে | অতীতে গিয়ে দেখতে পারবে বিভিন্ন ঘটনা এবং এটি হলে তাকেও বহুবছর সবাই মনে রাখবে | এই ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে |

সকালে উঠেই নতুন আবিষ্কারের কাজে লেগে পড়লো ছেলেটি | দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যে এসে বানিয়ে ফেললো এমন এক ম্যাজিক রিক্সা যে কিনা ভারতের ইতিহাসের বিভিন্ন সময় ঘুরিয়ে আনতে সক্ষম | রিকশাটির মধ্যে ছিল কিছু ছোট ধরনের বাটন এবং কিছু বড় ধরনের বাটন | ছোট বাটনের সাহায্যে বিভিন্ন ছবি একটি স্ক্রিনে ভেসে ওঠে | তারপরেই তার পাশে থাকা সেই বড় বাটনটি টিপলেই চোখের পলকে চলে যাওয়া যায় সেই যুগে | এবার ভাবলো সে ভ্রমণে বেরোবে, দেখতে যাবে ভারতের ইতিহাসের বিভিন্ন যুগের বিভিন্ন সময় | তবে সে ভাবলো সে একা কেন যাবে যদি যায় তার কিছু বন্ধু তাহলে তো জিনিসটা মন্দ হবে না | যেমন ভাবা তেমন কাজ যে বন্ধু-বান্ধবের দল নিয়ে বেরিয়ে পরল ভারতের ইতিহাস ভ্রমণ করতে।

প্রথমেই সবাই বলল, ” জাদুই রিকশা আমাদের এমন এক সময় নিয়ে চলো যে সময় মানুষ কিছুই জানে না অর্থাৎ আদিম যুগ” | সেই মতোই রিক্সাও চোখের নিমিষে তাদের পৌঁছে দিল আদিম যুগে | তারা তো সেখানে গিয়ে হতবাক | এতদিন তারা শুধু গল্প শুনেছে আদিম মানুষের, আজ নিজের চোখে দেখছে তাদের | তারা দেখলে মানুষ গাছের ছাল কেটে নিজেদের পোশাক তৈরি করছে, কারোর তো গায়ে সেই পোশাকটুকু অবধি নেই | কেউ খাবার খাচ্ছে কাঁচা মাংস,কেউ আবার ঝলসানো | সেই যুগটা যেন সম্পূর্ণই আলাদা | মানুষ হিংস্রভাবে পশু শিকার করছে পাহাড়ের গায়ে গুহা করে বসবাস করছে | এইভাবেই তারা বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হঠাৎই ক্লান্ত হয়ে পরল এবং পাহাড়ের গুহায় কিছুক্ষণ আশ্রয় নিলো | এরপর তারা ভাবল আদিম যুগতো দেখা হল এবার কোথায় যাওয়া যায় | তখনই হঠাৎ একজন বলে উঠল তারা এবার যাবে রাজ রাজাদের সময়। সেই সময় যখন বিভিন্ন রাজা ভারতকে শাসন করে গেছে। সেই মতোই তারা জাদুই রিক্সা কে বলল, ” জাদুই রিক্সা আমাদের এবার রাজার রাজত্বে ভ্রমণকালে নিয়ে চলো | কথাটি বলি তারা সেই রিকশায় থাকা বড় বাটন টিপে দিল এবং চোখের নিমিষেই চলে গেল রাজার রাজত্বকালে |

তারা এক রাজার রাজত্বকাল নয় বিভিন্ন সময় বিভিন্ন রাজার রাজ দরবারে ভ্রমণ করতে গেলো | তারা গেল মৌর্য রাজাদের বংশের, পাল রাজাদের সভায়, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে, সাক্ষী থাকলে পলাশীর যুদ্ধে, সাক্ষাৎ হলো তানসেনের সঙ্গে| তারা এই দৃশ্যগুলো এতদিন বইতে পড়ে এসেছে আজ তারা সামনা সামনি জিনিসগুলো দেখছে,তাদের মনে আজ খুশির অন্ত নেই | এইবার তারা চলল মুঘল যুগে | সেখানে তারা দেখল বাবর থেকে শুরু করে কিভাবে বংশ পরম্পরা অনুযায়ী রাজত্ব করে গেছে মুঘল বংশ | সাক্ষী থাকলো শাহজাহান ও মুমতাজের প্রেমের গল্পে এবং তাজমহল ঘটনার | তারা দেখল ঔরঙ্গজেবের জন্য কিভাবে আস্তে আস্তে পতন হলো মুঘল সাম্রাজ্যের। এছাড়াও আরো অনেক কিছু | রাজা রাজত্বকাল দেখার পর মনে হল এবার তারা যাবে ব্রিটিশ যুগে | তাই কথামতোই তারা আবার সেই জাদুই রিক্সা কে বলল,তাদের এবার যেন ব্রিটিশ যুগে ভ্রমণ করতে নিয়ে যাওয়া হয় | কথাটি বলার পরই তারা আবার সেই রিকশায় থাকা বড় বাটন টিপে দেয় এবং চোখের নিমেষে সেই জাদুই রিক্সা এবার তাদের নিয়ে চলল ব্রিটিশ যুগে |

ব্রিটিশ যুগে পৌঁছে সেখানে গিয়ে তারা দেখল কিভাবে ব্রিটিশরা ভারতীয়দের উপর অত্যাচার চালিয়ে গেছে | তারা পরিচিত হলেও ক্ষুদিরামের ঘটনার সাথে, নিজের নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সঙ্গে, এছাড়াও আরও বিভিন্ন ঘটনার সাথে | স্বচক্ষে এসব দেখেতারা উপভোগ করতে পারছে এই যুগের ইতিহাস কতটা মর্মান্তিক ছিল | তারা এই যুগে আর থাকতে চাইলো না | এবার তারা জাদুই রিক্সাকে বলল তাদের শৈশবের কালে যেন তাদের ভ্রমণে নিয়ে যাওয়া হয় | আবারো তারা চোখে নেমে সেই সেই শৈশবের স্মৃতিতে পৌঁছে গেল | তারা নিজেদের শৈশব কালকে খুবই উপভোগ করছিল |

হঠাৎই ছেলেটির অর্থাৎ যে এই রিকশার ভাবনাটি মাথায় এনে সেটিকে বানিয়েছিল তার মনে হলো তাকে যেন কেউ ডাকছে | হঠাৎ করে এসে দেখলো সে বিছানায় শুয়ে আছে এবং পাঁচ থেকে তার মা বলছে অনেক বেলা হয়ে গেল এবার যেন সে ঘুম থেকে উঠে পড়ে | বিছানার উপর সে ধরপর করে বসে পরলো এবং ভাবতে লাগলো এতক্ষণ ধরে তাহলে সে যেগুলো দেখছিল বা তার সাথে যে ঘটনা ঘটছিল সেগুলি আসলে কি হচ্ছিলো? ছেলেটি তার মা এবং পরিবারকে সেই রিক্সার কথা এবং সে কি কি দেখেছে সে সমস্ত ঘটনাই তাদের জানায়। কিন্তু তার পরিবার এবং তার মা সবাই হেসে কথাটি উড়িয়ে দেয় এবং তাকে বলে সে সম্পূর্ণ একটি স্বপ্ন দেখছিল বাস্তবে এটি কখনোই সম্ভবপর নয় | তবুও সে কথাটি যেন বিশ্বাস করতে চায় না, তার চোখে যেন এখনো সমস্ত ঘটনাটি বর্তমান মনে হচ্ছে | সে তার কৌতুহল দূর করার জন্য তার বন্ধুদের যাদের নিয়ে এসে ভ্রমণে বেরিয়েছিল তাদের গিয়ে ঘটনাটি বলল, বন্ধুরাও একইভাবে হেসে বলল এই ঘটনা কোনদিনও সত্যি হতে পারে না এবং তাদের সাথে এরকম কোন ঘটনাই ঘটেনি | কথাগুলি শুনে ছেলেটি একটি জায়গায় ধপ করে বসে পড়ল এবং সে মনে মনে বলল হয়তো সে সত্যিই কোন স্বপ্নই দেখেছে |

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request