চলতি বছরে আই আই টি খরোগপুরে প্রযুক্তিবিদ্যার ছাত্র দের প্লেসমেন্টের তালিকায় জাপানি কোম্পানির সংখ্যা সবথেকে বেশি। ঠিক এর পরেই রয়েছে তাইওয়ান। প্লেসমেন্ট দিতে আসা মোট 45টি কোম্পানির মধ্যে জাপানি কোম্পানির সংখ্যা 28টি, তাইওয়ানের কোম্পানি সংখ্যা 9টি, মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানির সংখ্যা ৩টি ও ২টি কোম্পানি এসেছে সিঙ্গাপুর থেকে।
ভারতের সেরা পড়ুয়াদের নিজেদের দেশে চাকরি দিতে ঝাপাছে প্রযুক্তির দিক থেকে এশিয়ার দুই শক্তিধর দেশ জাপান ও তাইওয়ান। আই আই টি খরোগপুরে ২০২২ সালে প্লেসমেন্ট দিতে আসা কোম্পানি গুলির মধ্যে ৮2% জাপানি কোম্পানি। চলতি বছরে মোট তেরোশোর বেশি চাকরির অফার এসছে বলে প্রতিষ্ঠান সূত্রে খবর। চলতি বছরে সবচেয়ে বেশি বেতনের চাকরির অফার ছিল ১ কোটি থেকে 2.৬ কোটি টাকা পর্যন্ত। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্লেসমেন্ট পক্রিয়া।
প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে বড় বড় নাম জাদা কোম্পানি গুলিতে কাজ করার ইচ্ছে থাকে পড়ুয়াদের। কিন্তু চলতি বছরে সম্পূর্ণ পাল্টে গিয়েছে সেই ছবি। মার্কিন যুক্তরাষ্ট্র এর থেকে ভারতীয় পড়ুয়াদের উপর বেশি আগ্রহ দেখাচ্ছে জাপান তাইওয়ানের মত দেশ গুলি। যার উদাহরণ চলতি বছরের আই আই টি খরোগপুর।