সোমবার আবার ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো রুশ সেনা বাহিনী। এই দিন 70টি ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ইউক্রেনের সেনা বাহিনীর এয়ার ডিফন্স সিস্টেমের সাহায্যে ধ্বংস করা হয় 60টি ক্ষেপণাস্ত্র। তাও বেশ কয়েকটি রুশ ক্ষেপনাস্ত্র আঘাত আনে ইউক্রেনের জাপোরিজিয়া শহরের বেশ কয়েকটি অঞ্চলে। এর ফলে নিহত হয় ইউক্রেনের দুজন। আহত হয় বেশ কয়েক জন। জাপোরিজিয়াতে। এই শহর টির বিস্তীর্ণ ভাগ রাশিয়ার দখলে থাকলেও শহরের মূল অংশ এখনো ইউক্রেনের দখলে রয়েছে এমন টাই দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এর। এছাড়াও জাপোরিজিয়া শহর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। এটিও রাশিয়ার অধীনে রয়েছে এই মুহূর্তে। কিন্তু পারমাণবিক চুল্লি গুলি চালু রেখেছেন ইউক্রেনের কেন্দ্রীয় কর্মচারীরা। বার বার এরকম ভাবেই আক্রমণ চলতে থাকলে যে কোনো মুহূর্তে পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটতে পারে বলে দাবি সেখানের কর্মীদের। তা সত্বেও হামলা থামায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাহিনী।
গত এক বছর ধরে চলে আসছে ইউক্রেন – রাশিয়া যুদ্ধ। কখনো রাশিয়া এগিয়ে কখনো আবার ইউক্রেন। এই যুদ্ধে ধ্বংস হয়েছে ইউক্রেনের অনেক শহর। ইউক্রেনের বাকি শহর গুলির মত রাশিয়া জাপোরিজিয়া শহরের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য জন পরিষেবা মূলক জায়গা গুলিতেই বার বার আঘাত হানছে রুশ বাহিনী।