বেশ কয়েক দিন ধরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী চিন নিয়ে নরেন্দ্র মোদী তথা ভারত সরকারকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী এস জয়শংকর চিনকে ‘বড় শক্তি’ হিসেবে চিহ্নিত করে। চিনের প্রতি তাঁর এই নরম অবস্থানই তাঁকে সমালোচনা র উর্ধ্বে তুলেছে। তবে গতকাল হায়দ্রাবাদে জি২০ সংক্রান্ত একটি আলোচনাসভায় চিনকে নিয়ে কড়া মন্তব্য করতে দেখা যায় বিদেশমন্ত্রী কে।
তিনি বলেছেন, কোভিড নিয়ে যখন সম্পূর্ণ ভারত নাকানি-চোবানি খাচ্ছিল ,সেই সময় প্রধানমন্ত্রী মোদী যা ভূমিকা নিয়েছিলেন তার প্রশংসার যোগ্য। মুখোমুখি চ্যালেঞ্জ নিয়ে কোভিডের মাঝে ওই প্রবল ভৌগোলিক উচ্চতায় তিনি বিপুল সেনা সমাবেশ ঘটিয়েছিলেন।
জয়শংকর আরও বলেন, লকডাউনের সময় শুরু হওয়া সীমান্ত সংঘাতের অবসান না হলে চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।
অতীতে কেন্দ্রের কংগ্রেস সরকারকে খোঁচা দিয়ে জয়শঙ্কর বলেছেন, “আগে আমরা এতটা কার্যকর এবং দৃঢ় ভাবে রুখে দাঁড়াতে পারতাম না। এমন অনেক সময়ে গিয়েছে যখন অপ্রস্তুত অবস্থায় সেনা পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা সেনা পাঠাচ্ছি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং সমর্থন দিয়ে।”