ফের জটিলতার সম্মুখীন জি ২০ সামিট, রাশিয়ার অভিযোগ জি২০-র অর্থমন্ত্রীদের বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমের দেশগুলি। গত শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে জি ২০ সম্মেলনের দু দিনের বৈঠক।অন্যদিকে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মলনে যোগদানের ব্যাপারে রাশিয়াকে নিশানা করল ব্রিটেন। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলেছেন মস্কো এই সম্মেলনে যোগদানের নৈতিক অধিকার হারিয়েছে।
গত দু দিনের বৈঠক শেষে অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে যৌথ বিবৃতিতে একমত হতে পারেনি। গত বছর ইন্দোনেশিয়ার বালিতেও জি২০ সম্মেলনে যৌথ বিবৃতি নিয়ে এমন জটিলতা হয়েছিল। মস্কোর নিশানা আমেরিকা, ইওরোপীয় ইউনিয়ন এবং জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির দিকে। তাদের দাবি ইউক্রেন বিবাদের ব্যাপারে যৌথ বিবৃতির নামে গোষ্ঠীবদ্ধ হয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ বার বিবৃতিতে ঐকমত্যে পৌঁছতে না-পারায় সভাপতি হিসাবে ভারত একটি ‘চেয়ার্স সামারি’ প্রকাশ করেছে। বলা হয়েছে, ‘অধিকাংশ সদস্য কঠোর ভাবে নিন্দা করেছেন’, তবে বিবাদ-পরিস্থিতি নিয়ে ‘ভিন্ন মূল্যায়নও’ রয়েছে।