IMG_20230522_183111

মোদী- বাইডেন আলিঙ্গন মুহূর্ত | Image: ANI

জি-৭ বৈঠকেই একে অপরকে আলিঙ্গন মোদী – বাইডেনের |

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

 

সম্প্রতিকালে জাপানে অনুষ্ঠিত হয়েছে জি-৭ বৈঠক| সেই বৈঠকের যোগ দেওয়ার জন্য জাপানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| এছাড়াও সেখানে উপস্থিত ছিল জি-৭ এর সদস্য দেশগুলির অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদির রাষ্ট্রনেতারা | এই বৈঠকেই বাইডেন ও মোদীর আলিঙ্গন নজর কেড়েছে সারা বিশ্বের কূটনৈতিক মহলে |

১৯শে মে চারদিনের জন্য বিদেশ সফরে জাপানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নিমন্ত্রনে এই বৈঠকে যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী। জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি৭-র মঞ্চে মোদীকে দেখেই জড়িয়ে ধরলেন জো বাইডেন| এই বৈঠকেদুজনের মধ্যে কুশল বিনিময় হয় এবং কথাবার্তাও চলে কিছুক্ষনের জন্য |ভিডিওতে দেখা যায়,মঞ্চে মোদিকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন বাইডেন এবং তাকে সামনে দেখে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ান। তারপর দুজন একে অপরকে আলিঙ্গন করেন |

সূত্র মারফত খবর পাওয়া যায় যে,আগামী জুন মাসেই এই দুই রাষ্ট্রনেতার মুখোমুখি সাক্ষাৎ হওয়ার কথা | আগামী ২১শে জুন থেকে ২৪ শে জুন মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি| শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীকে ২২শে জুন নৈশোভজের আমন্ত্রণও জানিয়েছেন । জি-৭ বৈঠকের মাঝে তাদের নিজস্ব দীপাক্ষীক বৈঠকও হয়েছে| এছাড়াও গোটা বিশ্বকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য এবং ভারতের জি-২০ ও জাপানি জি-৭ বৈঠকের সভাপতিত্বের ভূমিকা নিয়েও আলোচনা হয় তাদের সেই নিজস্ব দীপাক্ষীক বৈঠকে |

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request