শিলিগুড়িতে জুতোর সোলে ফের সোনা পাচারের চেষ্টা । আর সেই পরিকল্পনা জলাঞ্জলি দিলো ডিরেক্টার অফ রেভিনিও ইন্টিলিজেন্স (ডি আর আই) । তল্লাশি করে উদ্ধার হয়েছে ১৬ পিস সোনার বিস্কিট ও একটি বার । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তি কে ।
ডি আর আই গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জে জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুজনকে আটক করে । এরপর তাদের নিয়ে আসা হয় ডি আর আই শিলিগুরি কার্যালয়ে । অতঃপর তল্লাশি চালালে তাদের জুতোর সোল থেকে উদ্ধার করা হয় ১৬ পিস সোনার বিস্কিট আর একটা বার । উদ্ধার হওয়া বিস্কিট আর বারের অনুমানিক মূল্য ১ কোটি ৪৮ লক্ষ্য টাকা।
ধৃতদের নাম সোনাউল্লাহ সিকদার(৩৪) এবং দিবাকর দাস(৪৬)।সোনাউল্লাহ অসম এবং দিবাকর দাস বিহারের কাটিহারের বাসিন্দা।
জানা গিয়েছে ডিরেক্টার অফ রেভিনিও ইন্টিলিজেন্স এর টিম তল্লাশি চালাচ্ছিলো তুফানগঞ্জের রায়ডাক সেতুর উপর ঠিক সেই সময় সোনাউল্লা নামক ধৃত ব্যক্তি তার বাবাকে সঙ্গে নিয়ে বাইক চালিয়ে সেখান থেকে যাচ্ছিলো , ডি আর আই এর সন্দেহ হলে তারা সোনাউল্লা – র উপর তল্লাশি চালায় ও ১৬ টি সোনার বিস্কিট উদ্ধার করেন । সোনাউল্লা কে জিজ্ঞাসাবাদ করায় দিবাকর দাসের নাম সামনে আসে । দিবাকর দাস ট্রেনে করে এক পিস সোনা নিয়ে যাচ্ছিলো ডালখোলায় । এটি জানার পর ডি আর আই এর আর একটি টিম রাজধানী এক্সপ্রেস অভিযান চালিয়ে এন জি পি স্টেশন থেকে দিবাকর দাস কে আটক করেন । সোনাউল্লা আর দিবাকর দাস কে শিলিগুড়ি আদালত এ পেশ করা হয়েছে এবং দুজনকেই ১৪ দিনের জেল হেপাজতে নেওয়া হয়েছে।