সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্সের সম্মতিতে ২০২৪ সালেই মার্চ মাসের মধ্যে মিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা। আগামীকাল এক বিবৃতিত এই কথা ঘোষণা করেছে টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ার লাইসেন্স। এককীরনের এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে এআই-ভিস্তারা-এআই এক্সপ্রেস-এয়ারএশিয়া ইন্ডিয়া -এ টাটা সন্স ৭৪.৯ শতাংশ মালিকানার অধিকারী হবে এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হাতে যাবে ২৫.১ শতাংশ মালিকানা।
জানা গিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, বদলে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে এয়ার ইন্ডিয়া গ্রুপ ২৫.১ শতাংশ অংশীদারিত্ব দেবে। তার ভিত্তিতে তারা চুক্তিবদ্ধ হয়ে একসঙ্গে পথ চলার লক্ষ্য নিয়েছে। ভিস্তারা যুক্ত হলে নব এয়ার ইন্ডিয়ার বাজার মূল্য হবে ১ বিলিয়ন মার্কিন ডলার।
এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার জন্য টাটা গোষ্ঠীকে দিতে হয় ১৮ হাজার কোটি টাকা। এয়ার ইন্ডিয়া সংস্থা অধি গ্রহনের পরেই কি করে এই সংস্থাকে লাভজনক করে তোলা যায় সেই রূপরেখা তৈরি করতে শুরু করেছিল টাটা গোষ্ঠী। তখন থেকেই এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারকে একত্রিত করার পরিকল্পনা চলছিল। আর সেই যৌথ উদ্যোগ নিয়েছে ভিস্তারা।