উথাপা ও শিবমের যুগলবন্দিতে টাটা আইপিএলে প্রথম জয় পেলো চেন্নাই সুপার কিংস। উথাপার রান সংখ্যা হলো ৫০ বলে ৮৮ রান আর শিবম দুবে করলো অপরাজিত ৪৬ বলে ৯৫ রান। প্রথম ব্যাট করে সিএসকে করে ২১৬ – ৪ রান, ২১৭ রান তাড়া করতে গিয়ে আরসিবি করে ১৯৩ – ৯ রান। ২৩ রানে বেঙ্গালোরকে হারালো সিএসকে। দীনেশ কার্তিক খুব ভালো ব্যাট করলেও ব্রাভোর বলে জাদেজা তার অনবদ্য ক্যাচের মাধ্যমে কার্তিককে ফিরিয়ে জয় সুনিশ্চিত করে।
অধিনায়ক জাদেজা ক্যাচ ধরার পরে কোনরকম লাফিয়ে – ঝাঁপিয়ে বা রাজপুতের কায়দায় অঙ্গভঙ্গিমা করেনি । জাদেজা শুধু মাত্র দুহাত ছড়িয়ে মিডউইকেটে বাউন্ডারির সামনে শুয়ে পড়লেন। পাঁচ ম্যাচের পর প্রথম জয়ের দীর্ঘ অপেক্ষায় জাদেজার শারীরিক কায়দায় দেখা গেলো স্বস্তি। চেন্নাই সুপার কিংসের হয়ে মঙ্গলবার উথাপা ও শিবম নিজেদের আইপিএল এর কেরিয়ারের সর্বোচ্চ রান করে । এইদিনে চেন্নাই তাদের পুরনো ছন্দে প্রথম ওভার অফস্পিনার দিয়ে শুরু করে। শুধু তাই নয় , প্রথম আট ওভারের মধ্যে ছয় ওভার স্পিন করিয়ে আরসিবির প্রধান চার উইকেট ফেলে বাজিমাত করে সিএসকে।
সিএসকের হয়ে মিস্ট্রি স্পিনার থিকসানা ৪ ওভার বল করে ৪ টি মূল্যবান উইকেট নিয়ে ৩৩ রান দেয়। অন্যদিকে অধিনায়ক জাদেজা ৩৯ রান দিয়ে পান ৩টি উইকেট। আরসিবি ম্যাচে খুব ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেনি। প্রথম ১০ ওভার বল করে আরসিবি মাত্র ৬০ রানে চেন্নাইয়ের মূল ২ উইকেট ফেলে দিয়েছিল। তখন শিবম সবে নেমেছে আর উথাপা ব্যাট করছেন। দেখে মনে হচ্ছিল হয়তো আজও সিএসকে তাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে না কিন্তু তার পরই সমগ্র বিশ্ব দেখলো শিবম ও উথাপার অদ্ভুত ব্যাটিং। অতীতে অনেক দলে খেলেও সাত নম্বরে ব্যাট করতে হয়েছে শিবমকে। সিএসকে হয়ে শিবমের চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্তে যে ধোনির মগজাস্ত্রই রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। শিবম ও উথাপাকে দেখে মনে হচ্ছিল দুজনে যেনো সমালোচকদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার জন্য ব্যাট করছে। আরসিবির হয়ে সর্বোচ্চ রান করে শাহবাজ আহমেদ ২৭ বলে ৪১ রান।