১ লা অক্টোবর থেকে বাংলাদেশের সিলেটে শুরু হবে মেয়েদের এশিয়া কাপ। এশিয়া কাপে আবারও মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ৭ অক্টোবর হবে সেই ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের ম্যাচে পুরুষ দলের আগেই খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড এবং মালয়েশিয়া সহ মোট সাতটি দেশ খেলাটিতে অংশগ্রহণ করছে। খেলাটি চলবে রাউন্ড রবিন ফরম্যাটে । প্রথম চারটি স্থানে থাকা দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
ম্যাচ -এর প্রথম দিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে দেখা যাবে হরমনপ্রীত কৌরদের। ১০ দিনের মধ্যে ছ’টি ম্যাচ খেলতে হবে হরমনপ্রীতের দলকে। তাদের খেলা যথাক্রমে মালয়েশিয়া (৩ অক্টোবর), আমিরশাহি (৪ অক্টোবর), পাকিস্তান (৭ অক্টোবর), বাংলাদেশ (৮ অক্টোবর) এবং তাইল্যান্ড (১০ অক্টোবর)। সেমিফাইনালে আসা দল গুলির খেলা হবে যথাক্রমে ১১ এবং ১৩ অক্টোবর। ফাইনাল এ ওঠা দল দুটির মধ্য খেলা হবে ১৫ অক্টোবর।