এশিয়া কাপে ভারতের পরাজয়ের পর ২০শে সেপ্টেম্বর থেকে শুরু অস্ট্রেলিয়ার সাথে ভারতের টি – টোয়েন্টি সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানান টি – টোয়েন্টি বিশ্বকাপের আগে একরকম বিশ্বকাপের প্রধান প্রস্তুতি হিসাবেই ভারত এই সিরিজটিকে দেখছে। এছাড়াও তিনি আরো জানান বেশকিছু বিষয় সংশোধন করা অত্যন্ত জরুরি জার জন্য এশিয়া কাপে ভারতকে হারের মুখোমুখি হতে হয়েছে।
এশিয়া কাপে ভারতের বোলিং বিভাগ নির্বাচনের উপর প্রশ্ন তোলে বিশেষজ্ঞ মহল থেকে ক্রিকেট প্রেমীরা। তাই তার সংশোধন রূপে অস্ট্রেলিয়া সিরিজের দল নির্বাচনে পুনরায় দলের সাথে যোগ দিয়েছে ভারতের বোলিং ত্রয়ী – বুমরাহ, শামী ও হার্শাল প্যাটেল। যার ফলে বর্তমানে অস্ট্রেলিয়া বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় দলকে পরিপূর্ণ মনে হচ্ছে । অস্ট্রেলিয়া সাথে টি – টোয়েন্টি সিরিজে ২০ তারিক মোহালিতে, ২৩ তারিক নাগপুরে ও ২৫ তারিক হায়দরাবাদে খেলতে দেখা যাবে ভারতকে।
ঘরের মাঠে ভারতের রেকর্ড ভালো হলেও এশিয়া কাপের পরাজয়ের পর আক্রমণ জয়ের চ্যালেঞ্জের সামনাসামনি হয়েছে ভারত। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন – বিশ্বকাপের আগে আমরা চেষ্টা করবো যাতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় করে বিশ্বকাপের দিকে অগ্রসর হতে পারি। তাই বিশ্বকাপের দিক দিয়ে দেখতে গেলে এই সিরিজ দুটি আমাদের কাছে খুবই গুরত্বপূর্ণ। এছাড়াও তিনি বলেছেন – বিরাটের ফর্মে ফেরা ভারতীয় দলের কাছে একটা বড়ো প্লাস পয়েন্ট। আশা করবো বিরাট এই ভাবেই রান করতে থাকবে ভারতের হয়ে।