টি-২০ বিশ্বকাপের নিয়ে নতুন বেশ কিছু নিয়ম জারি করল আইসিসি। পুরনো নিয়মের সাথে সাথে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন নিয়মও। আন্তর্জাতিক ক্রিকেটে এই নয়া নিয়ম চালু করা হবে ১ অক্টোবর থেকে। অর্থাৎ এই নয়া নিয়ম অনুসারেই টি -২০ বিশ্বকাপ খেলাটি হবে।
নতুন নিয়মগুলি হল –
১। স্যালাইভা: অতিমারির কারণে বলে লালা লাগানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আইসিসি জানিয়ে দিল, বলে লালারস লাগানোর এই প্রথা আগামী দিনেও ফিরবে না।
২।মানকাডিং: যে মানকাডিংকে এতদিন ‘অন্যায়’ বলে মনে করা হত, সেই মানকাডিংকে এবার বৈধতা দিল আইসিসি। এবার থেকে মানকাডিং রান আউট হিসাবে গণ্য হবে।
৩।স্ট্রাইকারের উদ্দেশে বল ছুঁড়ে মারা যাবে না: বল করার সময় যদি কোনও ব্যাটার এগিয়ে আসেন বা স্টেপ আউট করেন, তবে এতদিন পর্যন্ত বোলার চাইলে রান-আপ থামিয়ে ব্যাটারের দিকে বল ছুঁড়ে তাঁকে রান আউট করার চেষ্টা করতে পারত। কিন্তু এখন আর সেটা করা যাবে না। ব্যাটার যদি স্টেপ আউটও করেন, তাতেও বোলার তার দিকে বল ছুঁড়লে সেটা ‘ডেড বল’ হবে।
৪। পিচের বাইরে মারা যাবে না: কোনও বল ব্যাটার তখনই মারতে পারবে, যখন তার ব্যাট বা শরীরের কোনও অংশ পিচের মধ্যে থাকবে। তার বাইরে বেরলেই সেটি ডেড বল বলে ঘোষণা করা হবে। যে বল ব্যাটারকে পিচের বাইরে নিয়ে যেতে বাধ্য করে তা নো বল বলেই ধরা হবে।
৫। পেনাল্টি রান: বল করার ঠিক আগে অন্যায়ভাবে কোনও ফিল্ডার মুভ করলে জরিমানা হিসাবে ব্যাটিং সাইডকে পাঁচ রান দেওয়া হবে। আগে এসব ছিল না, আগে এই ক্ষেত্রে ডেড বল হিসাবে ধরা হত।
৬।নতুন ব্যাটারের দ্রুত মাঠে আসা: ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে কোনও ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারকে দু’মিনিটের মধ্যে মাঠে আসতে হবে। তবে আগে এই সময়সীমা ছিল ৩ মিনিট। টি-২০ ক্রিকেটের ক্ষেত্রে এই সময়সীমা ৯০ সেকেন্ড।
৭। স্ট্রাইকারের উদ্দেশে বল ছুঁড়ে মারা যাবে না: বল করার সময় যদি কোনও ব্যাটার এগিয়ে আসেন বা স্টেপ আউট করেন, তাহলে এতদিন পর্যন্ত বোলার চাইলে রান-আপ থামিয়ে ব্যাটারের দিকে বল ছুঁড়ে তাঁকে রান আউট করার চেষ্টা করতে পারত। কিন্তু এখন আর সেটা করা হবে না। ব্যাটার যদি স্টেপ আউটও করেন, তাতেও বোলার তার দিকে বল ছুঁড়লে সেটা ‘ডেড বল’ হবে।
সদ্যই টি-২০ ক্রিকেটে নির্দিষ্ট সময়ে বল শেষ করতে না পারলে শেষ ওভারে শাস্তি দেবার যে নিয়ম চালু হয়েছে, সেটা আগামী দিনে ওয়ানডে ক্রিকেটেও চালু হবে বলেই জানানো হয়েছে।