টুইস্ট পে টুইস্ট, বুধবার দিনভর করণ জোহর তার অনুরাগীদের চমকের পর চমক দিয়েছেন। তিনি জানান জনপ্রিয় টক শো কফি উইথ করণ আর টেলিভিশন নয় এবার সম্প্রসারিত হবে ওটিটি প্লাটফর্মে।
বুধবার সকালে বিখ্যাত পরিচালক করণ জোহার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানান ৬ টা সিজেন ধরে কফি উইথ করণ আপনাদের জীবনের অংশ হয়ে উঠেছিল এবং এই শো পপ কালচারের ইতিহাসেও একটা বড় জায়গা করে নিতে পেরেছিল কিন্তু তাও দুঃখের সঙ্গে তার অনুরাগী মহলকে জানিয়েছেন কফি উইথ করণ আর সম্প্রসারিত হবে না টেলিভিশনে… অনুরাগী মহল ধরে নেন ষষ্ঠ সিজনেই কফি উইথ করণের যাত্রা শেষ হচ্ছে। কিন্তু তারপরই কিছু ঘন্টা পর বুধবার বিকেলে অনুরাগীদের নতুন চমক দেন তিনি, করণ জোহার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আবার একটি নোট শেয়ার করে আগের পোস্টের অসম্পূর্ণ লাইনটি সম্পূর্ণ করে জানান টেলিভিশনে নয় কফি উইথ করণ সপ্তম সিজন নিয়ে নতুন রূপে আসছে ওটিটি প্লাটফর্মে, ডিসপ্লাস হটস্টারে।
নতুন সিজনে পুরোনো রাউন্ডগুলোর পাশাপাশি থাকবে আরো চমকপ্রদ নতুন নতুন রাউন্ড। শুরু হবে ব়্যাপিড ফায়ার রাউন্ড। এছাড়াও থাকবে কফি বিঙ্গো, ম্যাশড আপের মত নতুন নতুন রাউন্ড যা ভক্তদের তাদের প্রিয় তারকাদের আরো কাছাকাছি আনবে।