আবারও এক অভিনেত্রী র আত্মঘাতী হওয়ার সংবাদে শোকের ছায়া নামল গোটা টেলি জগতে। রবিবার ইন্দোরের বাড়ি থেকে উদ্ধার করা হল অভিনেত্রী বৈশালী ঠক্কর- এর ঝুলন্ত দেহ। সাথে মিলেছে একটি সুইসাইড নোট ও। ঘটনাস্থলে এসে অভিনেত্রী র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইন্দোরের তেজাজি নগর থানায় এই ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে। সুইসাইড নোট দেখে প্রেম জনিত কোনো জটিলতা র কারণেই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের।
জানা গেছে, গত এক বছর ধরে ইন্দোরের ওই বাড়িতেই বসবাস শুরু করেন অভিনেত্রী। ২০১৬ সালে `ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে সঞ্জনা-র চরিত্রের হাত ধরে টেলিভিশন জগতে পথ চলা শুরু বৈশালী ঠক্করের। এরপর `ইয়ে হ্যায় আশিকি’ ধারাবাহিকে বৃন্দা এবং `শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকে অঞ্জলি- র চরিত্রে অভিনয় করে গোটা টেলি জগতের মন জয় করেন তিনি। তাঁকে শেষবার টিভির পর্দায় দেখা গিয়েছে `রক্ষাবন্ধন’ ধারাবাহিকে।
কয়েক মাস আগেই হবু স্বামী ডঃ অভিনন্দন সিং-এর সঙ্গে বাগদানের অনুষ্ঠানের কিছু সুন্দর মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। জানা যায়, অভিনন্দন সিং কেনিয়ার একজন দন্তচিকিৎসক। তবে এই ঘটনার প্রায় একমাসের মধ্যেই বৈশালী জানান তাঁর বিয়ে বাতিল হয়ে গেছে। এরপরে ও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভালোভাবেই সক্রিয় ছিলেন। মৃত্যুর ৫ দিন আগেও তিনি বিভিন্ন পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
বৈশালী ঠক্করের আত্মহত্যার আসল রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। সুইসাইড নোট- এর ভিত্তিতেই তদন্ত চালু করেছে ইন্দোর পুলিশ।