গত সোমবার ২৫শে এপ্রিল অবশেষে ট্যুইটারের সম্পূর্ণ মালিকানা কিনে নেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক. সম্পূর্ণ মালিকানা কিনতে ইলন মাস্ক খরচ করেছেন ৪৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মতো বড় প্ল্যাটফর্মে বাক স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয় না। সেই বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার তাগিদেই তিনি ট্যুইটার এর মতো বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে কিনতে আগ্রহী হয়েছিলেন।
গত সোমবার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র মারফত জানা জানা যায় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ট্যুইটার ক্রয় করার জন্য ট্যুইটার বোর্ডের কাছে যে প্রস্তাব দিয়েছিলো সেটি তারা মেনে নেন। এর আগে ৪ এপ্রিল জানা যায় যে ইলন মাস্ক ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার অনেক আগেই কিনে নিয়েছিলেন। এর পরই ১৪ই এপ্রিল ট্যুইটারের সম্পূর্ণ মালিকানা কেনার জন্য ট্যুইটার বোর্ডে একটি প্রস্তাব দেন। অবশেষে ২৫শে এপ্রিল ট্যুইটারের সম্পূর্ণ মালিক হন তিনি।
ট্যুইটারের সম্পূর্ণ মালিকানা কেনার আসল কারন তিনি তার ট্যুইটারের মাধ্যমে জানান। তার মূল বক্তব্য ছিল বাক স্বাধীনতা একটি কার্যকরী গণতন্ত্রের ভিত্তি, এবং টুইটার হল ডিজিটাল মাধ্যম যেখানে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মানব অধিকার নিয়ে বিতর্ক বা মতামত বিনিময় হয়। বাক স্বাধীনতাকে প্রাধান্য দিতে তিনি চান যেন তার সবচেয়ে বড় সমালোচকও ট্যুইটারে থাকেন।
এছাড়াও ট্যুইটারে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টের বিরদ্ধে বিশেষ পদক্ষেপ গ্রহন করতে ও ট্যুইটারে নতুন নতুন ফিচার আনতে এবং ট্যুইটারকে আরও ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদেই তিনি এত অর্থ বিনিয়োগ করে ট্যুইটারের সম্পূর্ণ মালিকানা কিনতে আগ্রহী হয়েছিলেন।