বাংলার মহিলার কাণ্ডে শিহরিত বেঙ্গালুরু পুলিশ
মহিলাটি আদতে বাংলার বাসিন্দা, পেশায় তিনি ফিজিওথেরাপিস্ট। তিনি বর্তমানে বিবাহসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। স্বামী, শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন তাঁর মা-ও।
সোমবার দুপুরে বাড়িতে স্বামী ছিলেন না। মহিলাটি সেই সুযোগে মাকে ঘুমের ওষুধ খাওয়ায় তারপর মায়ের দেহ খণ্ডবিখণ্ড করে দেহাংশ ট্রলিব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয়।এলোমেলো চুল হাতে ট্রলিব্যাগ নিয়ে সোজা থানায় যায়। পুলিশ অফিসার কে উদ্দেশ্য করে মায়ের ছবি দেখায়। জানায়, “মাকে খুন করেছি। এই ট্রলিব্যাগে রয়েছে দেহাংশ”। মহিলা কান্ড দেখে শিহরিত পুলিশ অফিসার।
মহিলার দাবি, প্রায়শই মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হত। তার জেরে চরম সিদ্ধান্ত নেন তিনি।অভিযুক্তের শাশুড়ির দাবি, খুনের সময় বাড়িতেই ছিলেন তিনি। তা সত্ত্বেও খুনের কথা টের পাননি তিনি। মহিলার কাণ্ডে হতবাক প্রায় সকলেই।