যত দিন যাচ্ছে ততই আমেরিকার সঙ্গে রাশিয়া সম্পর্ক ছিন্ন হচ্ছে। এর আগেও অনেকবার রাশিয়া আমেরিকা কে যুদ্ধ নিয়ে অনেক মন্তব্য করেছে। রাশিয়া, আমেরিকা কে এরকম যুদ্ধে হুমকি দেওয়ার জন্য আমেরিকার এইরকম ঘটনার আশঙ্কা করা যেতেই পারে।পৃথিবীর অনেক নিরাপদ স্থানগুলির মধ্যে একটি হল আমেরিকার হোয়াইট হাউস। সেখানে সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে সেখানে কারও প্রবেশ প্রায় অসম্ভব। সোমবার হোয়াইট হাউসে ঢুকে পড়ে একটি ট্রাক।
হোয়াইট হাউজের কাছে একটি ট্রাক এসে ধাক্কা মারে। অনেকের ধারণা যে এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। সেই দুর্ঘটনা স্থানেই সেখানে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। সোমবার রাতে নিরাপত্তা ব্যারিকেডে এই ঘটনাটি ঘটে। অ্যান্থনি গুগলিয়েলমি (টুইটারে নিরাপত্তা সংস্থাটির মুখ্য জনসংযোগ আধিকারিক) জানান ট্রাকটি ধাক্কা মারে পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে। ঘটনাটি ঘটার পর ওই ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছ এবং এই ঘটনাটিকে নিয়ে তদন্ত চলছে। সিক্রেট সার্ভিস মারফত জানে গিয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টা নাগাদ। আপাতত ওই এলাকায় মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ঘটনাটি ঘটার পর হোয়াইট হাউজের এ নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। পরবর্তীকালে কোনো বড় দুর্ঘটনা ঘটলে কি আমেরিকার হোয়াইট হাউস সেটি কি রুখতে পারবে? প্রশ্ন করেছেন অনেকেই। ঘটনাটির সঙ্গে কোন সন্ত্রাসবাদীর যোগ রয়েছে কিনা সেটিকে খতিয়ে দেখা হচ্ছে।