মুক্তি পাবার আগেই বয়কটের মুখে আর এক নতুন সিনেমা লাল সিং চাড্ডা। সদ্য মুক্তি পেল আমির খান ও কারিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডার ট্রেলার। যদিও প্রথমে আইপিএলের ফাইনাল ম্যাচের মাঝে এই সিনেমার ট্রেলার দেখা গিয়েছিল। তার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এই সিনেমার ট্রেলার। ট্রেলার দেখেই আমির ও করিনার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা , আবার অনেকেই এই ট্রেলারের গভীর ভাবে নিন্দাও করেছেন। টুইটারে অভিনেত্রী করিনা ও অভিনেতা আমির খানের সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়েছে।
তবে কেন এই বয়কট করা হচ্ছে এই তারকার সিনেমার তা নিয়ে চারিদিকে জল্পনা চলেছে। সূত্রের খবর, এক নয় একাধিক কারণের জন্য বয়কটের দাবি জানানো হয়েছে সিনেমাটির । ২০১৫ সালে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমির। সেই প্রসঙ্গ তুলেই ছবি বয়কটের কথা বলা হয়। আবার একসময় করিনা কাপুর পছন্দ না হলে ছবি না দেখার পরামর্শ ও দেন।সেই মন্তব্যের উল্লেখ করেও ‘লাল সিং চড্ডা’ বয়কট করার ডাক দেওয়া হয়েছে। এমনকী, আমির তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার প্রসঙ্গ তুলেও টেনে এনে তাকে কটাক্ষ করা হয়েছে।
এইরকমই একাধিক কারণে দেখিয়ে নেটিজেনরা টুইট করে এই সিনেমা বয়কটের দাবী জানিয়েছেন লাল সিং চড্ডার, (Boycott Laal Singh Chaddha) হ্যাশট্যাগ দিয়ে। অবশ্য অনেকেরই পছন্দ হয়েছে লাল সিং চড্ডার ট্রেলার। ইতিমধ্যেই ২৪ ঘণ্টার মধ্যে পঁচিশ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন লাল সিং চাড্ডার ট্রেলার।১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস অভিনীত আমেরিকান ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। ১১ আগস্ট প্রেক্ষাগৃহ মুক্তি পাবে ছবিটি।