অবশেষে পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার। সম্প্রতি এক পান মশলার বিজ্ঞাপনের অংশ হয়েছিলেন বলিউড খিলাড়ি। বিমল পান মশলার বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের এবারের সঙ্গী হয়েছিলেন অক্ষয় কুমার। এই বিজ্ঞাপন প্রচার হতেই অভিনেতার ওপর ক্ষুব্ধ হন তার ভক্ত মহল। অনুরাগী ও ভক্ত মহলের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়েই সেই সংস্থারটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিজেকে সরিয়ে নিলেন বলিউডের খিলাড়ি কুমার।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে ক্ষমা চেয়ে অক্ষয় কুমার লেখেন, “আমি ক্ষমাপ্রার্থী। সমস্ত আমার অনুগামী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমা চাইছি। গত কয়েকদিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন আগে কখনও করিনি আর না কখনও করব। তবুও বিমল ইলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়াটা আপনাদের আহত করেছে জেনে আমি দুঃখিত।” ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এক বিরাট বড় সিদ্ধান্ত নেন । বিজ্ঞাপন থেকে যে পারিশ্রমিক পেয়েছেন তার পুরোটাই দান করে দেবেন তিনি, এই ঘোষণা করেন। কিন্তু যতদিন বিজ্ঞাপন সংস্থার সঙ্গে অভিনেতা চুক্তিবদ্ধ থাকবেন ততদিন এই বিজ্ঞাপনী প্রচার চালানো হতে পারে। এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন বলে জানিয়েছেন অভিনেতা।
বিজ্ঞাপন প্রচারের একটি অংশ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরল হওয়ার পাশাপাশি কয়েক বছর আগে অক্ষয় কুমারের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, বহু নামকরা সংস্থা গুটকা-তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য অফার দিলেও তিনি বারবার তা প্রত্যাখ্যান করেছেন। ব্যক্তিগতভাবে তিনি নিজেকে নেশাদ্রব্য থেকে অনেকটাই দূরে রাখেন। তাই অক্ষয় কুমারের প্রতি তাঁর ভক্তমহলের আলাদাই একটি ভাবমূর্তি তৈরি রয়েছে। ‘বিমল পান মশলা’র বিজ্ঞানী প্রচারে অক্ষয় কুমারের মুখ দেখতে পাওয়ায় সেই ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। যার জন্যই এত সমালোচনা, এত বিতর্ক।