স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন অভিনবত্ব আর উদ্বোধনী শক্তি দিয়ে বিশ্বদরবারে মাথা তুলে দাড়িয়েছে ভারতবর্ষ। প্রযুক্তিগত দিক থেকে এবং ডিজিটাল যুগ থেকে ভারত এখন অনেক বেশি এগিয়ে থাকলেও ভারতে এখনো বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে আর্থিক ও সামাজিক বৈষম্য দেখা যায়। এবং দেখা যায় ধর্ম, বর্ণ, লিঙ্গ শ্রেণী এবং ভৌগলিক এলাকার নিরিখে বৈষম্য প্রতিফলিত ডিজিটাল ক্ষেত্রেও।
বিশ্বের দরবারে ভারত এখন প্রযুক্তি দিক থেকেও অনেক পরিমাণ এগিয়ে থাকলেও ভারতে একটি সমীক্ষায় দেখা গিয়েছে সারাদেশে পুরুষদের মধ্যে ৬১ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করলেও ৩১% মহিলার হাতে তা পৌঁছেছে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে ৮% মানুষদের বাড়িতে কম্পিউটার রয়েছে তপশিলি জাতি এবং জনযাত্রী ক্ষেত্রে দুই ও এক শতাংশ। গ্রামাঞ্চলে 3% নাগরিকের কম্পিউটার থাকলেও করোনার তিন ঢেউ পর তা নেমেছে ১ শতাংশে।
সম্প্রতি জি-টোয়েন্টি বৈঠকে মন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি উন্নতি বিষয়ে জানান যে অল্প সংখ্যক মানুষের মধ্যে এই প্রযুক্তি যেন আটকে না থাকে সবার মধ্যে সঞ্চার হয়। কিন্তু এক সমীক্ষায় দেখা গিয়েছে সরকারি চাকরি করা বেতনভুক্ত মানুষের মধ্যে ৯৫ শতাংশ মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে এবং কর্মহীন দের মধ্যে এর সংখ্যাটা রয়েছে ৫০ শতাংশ। সমীক্ষায় দেখা গিয়েছে যেই সংখ্যক মানুষের কাছে ফোন নেই তারা স্বাস্থ্য পরিষেবা ও প্রযুক্তি শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ছেন ডিজিটাল প্রযুক্তি সুবিধা পাওয়া মানুষদের থেকে।