রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গিতে আক্রান্ত মানুষের সংখ্যা। সোমবার রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুজনের। সোমবার সোনারপুরের এক হাসপাতালে ডেঙ্গির কারণে মারা যান মৌমিতা ভট্টাচার্য, যার বয়স ছিল মাত্র 26 বছর এবং অন্যদিকে একই দিনে ফুল বাগানের বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় বিধান নগরের বাসিন্দা রনদীপ জানার। রনদীপ জানার বয়স ছিল মাত্র 5 বছর।
মৌমিতা ভট্টাচার্যর বাড়ির লোকজনদের সাথে কথা বলায় জানা যায় , 3 দিন আগে মৌমিতার ডেঙ্গি পজেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে প্লেট লেট কমতে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দিকে রনদীপের বাবা জানান , শুক্রবার থেকেই রনদীপের জ্বর আসে ও তার পর রক্ত পরীক্ষার পর জানা যায় ডেঙ্গি পজেটিভ। রবিবার সবকিছু বন্ধ থাকায় 5 বছরের শিশুটির শরীর খুব খারাপ হয়ে পড়ে। হাসপাতালে কথা বলতে জানা যায় যখন রনদীপকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার অবস্থা খুব শোচনীয় ছিল তাই তাকে চেষ্টা করেও আর বাঁচানো যায় না।
দুর্গা পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষদের সাবধানে থাকার বার্তা দেন এবং ডেঙ্গির একটি নতুন ধরণ বেরিয়েছে যার কথা স্পষ্ট করে জানান। জমা জল ও আবর্জনার পরিষ্কারের জন্য কাউন্সিলরদের নজর দেবার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যে 7682 জনের ডেঙ্গি পরীক্ষা হয়েছে তার মধ্যে 840 জন পজেটিভ। সোমবার নতুন করে 129 জন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।