ডেভিস কাপের প্রথম দিনেই চূড়ান্ত হতাশ ভারত। শুক্রবার ডেভিস কাপের বিশ্ব গ্রুপ কোয়ালিফায়ারে ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ওয়ান টাইয়ের প্রথম দিনে দুটি সিঙ্গলসেই হেরে ০-২ এ পিছিয়ে গেল ভারত।
ভারতীয় টেনিস সম্মুখীন হচ্ছে একের পর এক বাধার, ফেডারেশনের সঙ্গে বিবাদ থেকে শুরু করে গ্র্যান্ড স্লামেতে খারাপ ফল। এবার ডেভিস কাপের প্রথম দিনেই দুটি সিঙ্গেলস এ পরাজিত হয়েছে প্রজ্ঞেশ গুণেশ্বরন ও রামকুমার রামানাথন উভয়ই। প্রজনেশ গুনেশ্বরনের র্যাঙ্কিং ৩৩৫-এ নেমে গিয়েছেন। যদিও রামকুমার একটু লড়াই চালান কিন্তু শেষে তিনিও পরাজয়ের স্বীকার হন। ক্যাসপার রুডের কাছে ৬-১,৬-৪ এ পরাজিত হয়েছে প্রজনেশ গুনেশ্বরন আর ভিক্টর ডুরাসোভিচের কাছে হার স্বীকার করেছেন রামানাথন। প্রজ্ঞেশের পরাজয় ভারতীয় দলকে খুবই আশাহত করেছে, কারণ তাঁর প্রতিপক্ষ তাঁর থেকে অনেকটাই দুর্বল ছিল এবং এর আগে মাত্র একটি ডেভিস কাপ ম্যাচেই জয়ী হয়েছিল।
ভারতীয়রা প্রথম দিনে খেলার চার সেটের মধ্যে মাত্র একবার ব্রেক পয়েন্টের সুযোগ পেয়েছে। এবার পরবর্তী ম্যাচে কোর্টে নামবে রোহন বোপান্না ও দ্বিবিজ শরন। শনিবার ভারতকে ডেভিস কাপের টাইয়ে টিকে থাকতে হলে এরাই শেষ ভরসা।