দেশের অন্যতম সেরা মহিলা কুস্তিগির বিনেশ ফোগটক, নিয়ম মেনে নাডাকে তিনি নিজের সমস্ত কিছুর তথ্য জানায়নি, এই অভিযোগ উঠেছে বিনেশের বিরুদ্ধে এই কারণে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে।দু’সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিনেশকে
নিয়ম অনুযায়ী, ক্রীড়াবিদদের তিন মাস অন্তর তাদের নিজেদের সম্পর্কে সমস্ত তথ্য নাডাকে দিতে হয়। তাঁরা কোথায় আছেন, অসুস্থতা আছে কিনা বা চোটের জন্য তারা কোনও ওষুধ ব্যবহার করছে কিনা— এমন বিভিন্ন তথ্য দিতে হয় ক্রীড়াবিদদের। বিনেশ সেই সব তথ্য নাডাকে দেননি বলে অভিযোগ।
আগামী দু’সপ্তাহের মধ্যে বিনেশকে সব তথ্য দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে নাডা। বিনেশকে পাঠানো নাডার নোটিশে বলা হয়েছে, ‘‘ডোপিং সংক্রান্ত নিয়ম মেনে চলতে আপনি ব্যর্থ হয়েছেন। আপনাকে অবহিত করার জন্য আনুষ্ঠানিক ভাবে এই চিঠি দিতে হচ্ছে। এছাড়াও তিনি কোনও ই-মেলেরই নাকি জবাব দেননি বিনেশ। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর নিজের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে নাডাকে অবহিত করেননি। আন্তর্জাতিক নিয়ম মেনে বিনেশকে তথ্য জানানোর এবং ডোপ পরীক্ষা করানোর কথা বলা হলেও তিনি নাকি গুরুত্ব দেননি।
বিনেশ বার বার তাঁদের নির্দেশ এড়িয়ে যাওয়ায় খুশি নন নাডা কর্তৃপক্ষ। বিনেশ কেন শেষ ১২ মাসে তিন বার নির্দিষ্ট তথ্যগুলি দেননি। এ বার নোটিশ অবজ্ঞা করলে যে তার কড়া শাস্তি হতে পারে, তা একরকম বুঝিয়ে দেওয়া হয়েছে নাডার পক্ষ থেকে। এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নাডার নোটিশের পরিপ্রেক্ষিতে।