রাত দশটা বাজে তাও হুশ নেই জনজাতের ঢাকা মেডিকেল কলেজের সামনে উপছে পড়ছে ভিড়। ঢাকার গুলিস্তান এলাকায় মঙ্গলবার সন্ধ্যার বিস্ফোরণের ফলে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে চলছে আলোচনা।
সরকারি সূত্রের খবর, গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণকাণ্ডে ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ । আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালের জরুরি কালীন বিভাগে চিকিৎসাধীন, কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সকলেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক জানিয়েছেন, আহতদের দেহে স্প্লিন্টারের ক্ষত রয়েছে।
সিদ্দিকী বাজার এলাকায় বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। সিদ্দিকি বাজারে একদিকে যেরকম জঙ্গি হামলায় রয়েছে ঠিক সেরকমই সেখানকার ৭ তলা বহুতল বাড়ি নিচে একটি দোকানে নিষিদ্ধ বিস্ফোরক মজুত রাখার সম্ভাবনাও রয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার খোন্দকার গোলাম ফারুক মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শনের পরে সাংবাদিক বৈঠকে বলেছেন যে, সিদ্দিকবাজারের বিস্ফোরণটি শুধুমাত্র দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।