56c70f393e65f3fbc15b4ece31b7be6c167689957611424 Original

আনন্দবাজার অনলাইন

তবে কি এই বছরই ধোনির শেষ খেলা?

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

ক্রিকেট দলে বর্তমানে বহু বহু নতুন নাম ঢুকে পড়েছে। প্রচুর প্রথম সারির নতুন ব্যাটসম্যান যেমন শুভমান গিল ও নতুন বোলার যেমন সিরাজরা খুব ভালো পারফরম্যান্স করছেন দলের হয়ে। তবে এখনও ২০১১ র পর থেকে আর বিশ্বকাপ হাতে ধরেনি ভারতীয় দল। এখনও বারংবার স্টার স্পোর্টস এর চ্যানেলে সেই মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপ হাতে নেওয়ার দৃশ্য দিয়েই সারা ক্রিকেট প্রেমি মন ভরায় । সমালোচকদের সমালোচনার উর্ধে গিয়ে একরকম চিরকাল মহা রাজার আসনে বিরাজ করছেন ধনী। ২০১৯ এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত নিয়েছেন। তবে এখনও ধনী প্রেমিরা তার খেলা দেখার জন্য বিশেষ করে এপ্রিল মাস টার জন্য অপেক্ষা করেন। আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাই ২০১৯ এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সন্ন্যাস নিলেও সকাল ক্রিকেট সমর্থকদের কাছে আইপিএল হয়ে দাঁড়ায় ধোনির খেলা দেখার এইমাত্র প্ল্যাটফর্ম। তবে সেখানেও একটা সঙ্কটের চিহ্ন ছিল এবং ২০১৯ এর পর প্রতি বছর মনে হতো – এটাই কি ধোনির শেষ বছর? , তবে ধোনি প্রতিবারই জবাব দিতেন -‘ সঠিক সময়ে আসলে অবশ্যই অবসর নেবো আইপিএল থেকেও।’ , তবে দর্শকদের সেই ভয় বাস্তবে পরিণত হল। ২০২৩ এ এপ্রিল এ অনুষ্ঠিত আইপিএল হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল। আমরা মাঠে ধোনিকে এই শেষ বারের মতো দেখতে পারবো। চেন্নাই সুপার কিংসের অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানা যায় ১২ ই মে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের চিপক মাঠে ফেয়ারওয়েল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ এর প্রতিপক্ষ হল কলকাতা নাইট রাইটার্স। ধোনি বারংবার মিডিয়াতে বলেছিলেন তিনি তার জীবনের শেষ ম্যাচ চিপক স্টেডিয়াম খেলতে চান। তার সেই ইচ্ছা অনুযায়ী চেন্নাই এর মাঠে ভারতীয় ক্রিকেটের সিংহের বিদায় ম্যাচ অনুষ্ঠিত হবে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request