দুই বছর ধরে চলে আসা সীমান্ত বিরোধের সমাধান চায় ভারত ও চীন। কিন্তু ১৫ তম বৈঠকের পরেও লাদাখের গোগরা এবং ডেসপাং অঞ্চল থেকে সৈন্য সরানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেনি ভারত ও চীন। এখনো সীমান্তে জারি রয়েছে অচলাবস্থা। তবে এই বৈঠকের পর, ভারত ও চীনের তরফ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, দুই দেশই যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান চায়।
লাদাখ বিতর্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ধারাবাহিক ভাবে চলে আসছে সেনা ও কূটনৈতিক পর্যায়ের আলোচনা। এই পর্যালোচনা দ্বারা ২০২১ এর জুলাই মাসে প্রথম সাফল্য আসে। যখন, গালওয়ান এর বেশ কিছু অঞ্চল থেকে সেনা সরিয়ে নেয় চীন এবং পরিবর্তে পিছিয়ে যায় ভারত সেনাও। তবে এর পরেও লাদাখ সীমান্ত নিয়ে এতটুকু উত্তেজনা কমেনি। এখনও পর্যন্ত সীমান্তে ৫০ থেকে ৬০ হাজার সৈন্য মোতায়েন রেখেছে দুই দেশই। গত শনিবার অর্থাৎ ১২ই মার্চের বৈঠকে লাদাখের ডেসপাং ও ডেমচক এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি জানায় ভারত। কারণ ওই এলাকায় চীন সেনার উপস্থিতির জন্য ভারত তাদের রণকৌশল গত গুরুত্বপুর্ণ ‘দৌলত বেগ ওল্ডী এয়ার স্ট্রিপ’ এর উপর নজরদারি চালাতে পারছে না। তবে এদিনের বৈঠকে কোনো সিদ্ধান্তে না পৌঁছলেও, সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে চীন।
গত শনিবারের বৈঠকের পর, দুই দেশই যৌথ বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশই সমাধানের পক্ষে। লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়টি সমাধানের জন্য দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরের নিরন্তর আলোচনার উপর ভরসা রেখেছে। এবং দুই দেশের মতেই , লাদাখ সমস্যার সমাধানের ফলে যেমন সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি ফিরে আসবে তেমনটি দুই দেশের সম্পর্কেরও উন্নতি ঘটবে।