ইন্টারকন্টিনেন্টাল ও সাফ কাপ জয়ী তরুণ ফুটবলার আনোয়ার আলি রবিবার সরকারি ভাবে মোহনবাগানে অংশ গ্রহণ করায় মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো খুব খুশি এরই মধ্যে তাঁকে নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছেন ।নতুন মোরসুমের আগেই নিজের শক্তি বৃদ্ধি প্রক্রিয়া শুরু মোহনবাগানের।প্রীতম কোটাল, শুভাশিস বসু, ব্রেন্ডন হামিল, আর্মান্দ সাদিকুর সঙ্গে তালে তাল মিলিয়ে খেলবেন তরুন খেলোয়ার।
পঞ্জাবের ২২ বছরের এই ফুটবলার সঙ্গে চুক্তি হয়েছে পাঁচ বছরের, ২০২১ সালে দিল্লির এফসি থেকে লোনে এফসি গোয়ায় অংশ নেন। লোন চুক্তি শেষ হওয়ার পূর্বেই মোহন বাগান সুপার জায়ান্টের লোভনীয় প্রস্তাব পেশ করা হয় আনোয়ারের কাছে। হার্টের সমস্যার জন্য একটা সময় নিজের স্বপ্নগুলো প্রায় হারিয়ে ফেলেও সেই কঠিন পরিস্থিতিকে পার করে আজকে তিনি নিজের সাফল্যের পথে এগিয়ে যেতে সক্ষম।
আনোয়ার আলিকে দলে নিয়ে মোহনবাগানের ফায়দা হলেও সবুজ মেরুনে প্রীতম কোটালের ভাগ্য হয়ত পরিবর্তনের মুখে, কারণ তরুণ খেলোয়ার দলে আসায় প্রীতম কোটালের জায়গা প্রশ্নের মুখে। প্রীতম কোটাল কে দল থেকে বাদ দিতে পারে মোহনবাগান। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এই বিষয় নিয়ে চুক্তি করছে মোহনবাগান।
চুক্তি স্বাক্ষর করে নতুন সদস্য জানিয়েছেন, সবুজ-মেরুন জার্সিটি পরে খেলার স্বপ্ন বহু দিনের। বলেছেন, “মোহনবাগান সব থেকে প্রাচীন ক্লাব। অনেক নামী ফুটবলার খেলেছেন এখানে। সেই জার্সিতে মাঠে নামার কথা ভেবেই উত্তেজিত। সই করার পর প্রচুর সমর্থকের বার্তা পেয়েছি। সবাই আমার পাশে রয়েছেন।”
মোহনবাগানকে নিয়ে তাঁর তিনটি লক্ষ্য , “প্রথম বার কলকাতা ডার্বি খেলব, যা বহু দিনের স্বপ্ন। দ্বিতীয়ত, কখনও আইএসএল জিতিনি। সেই লক্ষ্য পূরণ করতে চাই। তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে মোহনবাগানকে সাফল্য এনে দিতে চাই।”