বায়ুদূষণের জেরে নাজেহাল তাইল্যান্ড। শ্বাসকষ্ট, অ্যালার্জি প্রভৃতি বায়ুদূষণ জনিত রোগের কারনে গত একসপ্তাহে প্রায় দুই লক্ষ নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থতার এমন হার দেখে প্রবল চিন্তার মুখে প্রশাসন।
জানা যাচ্ছে, এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যাও। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফে শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের ঘর থেকে বেরনোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি মাস্ক ও বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসন তরফে।
প্রসঙ্গত, যানবাহন এবং কলকারখানা দূষণ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ২০২৪ সালের মধ্যেই এই পরিস্থিতি কাটিয়ে ওঠার অঙ্গীকার করেছিলো তাইল্যান্ড সরকার। কিন্তু তেমন কোনো দৃষ্টান্তই এখনও পর্যন্ত দেখা যায়নি। সেই নিয়ে যথেষ্ট উদ্বেগও
তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে।