গত সোমবার, চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হল ২৯ বছরের তামিল অভিনেত্রী পলিন জেসিকার মৃতদেহ। যদিওবা দীপা নামেই জনপ্রিয় ছিলেন অভিনেত্রী। আত্মহত্যা নাকি চক্রান্ত করে খুন! এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।
অন্ধপ্রদেশে বেড়ে ওঠা এই অভিনেত্রী খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে তাদের প্রিয় হয়ে উঠে ছিলেন। সম্প্রতি কর্মসূত্রে তিনি চেন্নাই তে বসবাস শুরু করেছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী র বন্ধু প্রভাকরণ তাঁকে ফোন করেন বহুবার। কিন্তু ফোনে তাঁকে না পাওয়ায় শেষপর্যন্ত তিনি দীপার অ্যাপার্টমেন্টে এসে হাজির হন। দরজা ভেঙে অনেক খোঁজাখুঁজি র পর অভিনেত্রী র মৃতদেহ দেখতে পান তিনি। এরপর তিনি অভিনেত্রী র পরিবার এবং পুলিশে খবর দেন।
পুলিশ তদন্ত মারফত দীপার ঘরে তাঁর ডায়রির মধ্যে থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। অনুমান করা হয় যে, প্রেম সম্পর্কিত কোনো কারণে তাঁর এই পদক্ষেপ গ্রহণ। তবে খুনের সম্ভাবনা কেও অবহেলা করছেন না তাঁরা। পুলিশের পরামর্শ অনুযায়ী মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সুইসাইড নোটের মাধ্যমে অভিনেত্রী র মৃত্যু র রহস্য তদন্ত করছে পুলিশ কর্মী।