আফগান মহিলাদের জনসমক্ষে বোরখা পরার নির্দেশ তালিবান সরকারের। নতুন ফতোয়া জারি করে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, হিজাবকেও মান্যতা দেওয়া হয়নি, জনসমক্ষে বোরখা ই বাধ্যতামূলক মহিলাদের জন্য। এমনকি, পুরুষ আত্মীয়দের সামনে আসার সময়ও নারীদের মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দাজ, ঘোষণাপত্র জারি করে বলেন,’আফগান মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বোরখা পরা উচিত। কারণ সেটাই তাঁদের সম্মানের সঙ্গে মানানসই।’ এর সাথেই তিনি আরও বলেন যে, গুরুত্বপূর্ণ কোনও কাজ ছাড়া, মহিলাদের বাইরে বেরোনো উচিত নয়।
এর আগেও,আফগানিস্তানে তালিবান সরকারের আমলে, মেয়েদের স্কুল যাওয়া নিষিদ্ধ ছিল। একই সাথে নিষিদ্ধ ছিল মহিলাদের চাকরি করা এবং বেড়াতে যাওয়া। তবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, অনেক বেশি উদারনীতি নিয়ে দেশ শাসন করার প্রতশ্রুতি দিয়েছিল তালিবান। কিন্তু বর্তমানের ছবিটি একেবারেই অন্যরকম। বাইরে বেরোনো, স্কুলে যাওয়া, গাড়ি চালানো এমনকি সরকারি চাকরি থেকেও বাদ পড়েছেন মহিলারা।