তিন রঙে সাজলো সিডনি;তৈরি হলো নতুন ইতিহাস
৯ বছর পর আবার অস্ট্রেলিয়া সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একাধারে সেখানে গিয়ে অস্ট্রেলিয়াবাসীদের মন জয় করেই ফিরছেন তিনি। দেশের হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলার মান উজ্জ্বল করে এসেছেন তিনি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাজের প্রমাণ দিলেন আরও একবার।এবার সেই ভারতকে সম্মান জানিয়ে সিডনির অপেরা হাউস ও সিডনি হারবার সেজে উঠল ভারতীয় তেরঙ্গার রঙে।যা বাংলার মান আরও বাড়িয়ে দিয়েছে জনতার কাছে।
প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি জাপান, পাপুয়া নিউ গিনি হয়ে সোমবার রাতেই অস্ট্রেলিয়ায় পৌঁছান এবং সেখানে পৌঁছে অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন।
এসবের পর তিনি রাজনৈতিক কাজেও সামিল হন। মিটিং, সাক্ষাৎকার এসব নিয়েই সামান্য ব্যস্ত ছিলেন। ভারতে বিদেশী জিনিস বিনিয়োগের জন্য কথা বলেন সিইও -এর সাথে।কিছু অস্ট্রেলিয়ান দের সাথে সাক্ষাৎ করে কথা বলেন কিছু ব্যপারে। বিদেশী সিঙ্গার অস্কার প্রাপ্ত ( RRR ) মুভির গান সেখানোর জন্য আবেদন করেছেন। দুই দেশের সম্পর্ক ‘টি-২০ মোডে’- এর মত প্রবেশ করেছে। এদিকে আজ অস্ট্রেলিয়ার সিডনির অ্যাডমিরাল্টি হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় দুইদেশ খুব শীঘ্রই একজোট হয়ে কাজে সামিল হবে বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী ভারতে আসার দুমাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন ওনার সাথে। প্রায় এক বছরে ওনারা ছয়বার সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটি আমাদের সম্পর্কের গভীরতা, আমাদের দৃষ্টিভঙ্গির সমন্বয়।যা বিশ্বাস জোগাবে অন্যান্য দেশের মধ্যে। আরও বলেন যে যদি ‘আমি ক্রিকেটের ভাষায় বলি তাহলে বলতে হয় আমাদের সম্পর্ক T-20 মোড এ এসে গিয়েছে। মোদী জি বলেছেন এদেশে যেসব ক্রিকেট প্রেমী আছেন তাদের কে বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেই সময় কলকাতার দীপাবলির ঝলক দেখতে পাবেন বলে আশ্বাস দিয়েছেন।
ওনাদের এই যে সম্পর্কটা বিচ্ছেদের নয় বলেই জানিয়েছেন প্রধামন্ত্রী। দেশের হয়ে দশের জন্য একসাথে কাজ করে যাবে নতুন নতুন কাজ করবে বলে জানিয়েছেন তিনি। তাদের এই জুটি নিয়ে যাবে দেশকে উন্নতির পথে তা নিয়ে কোনো সন্দেহ রাখে না ভারত।