এখনো পর্যন্ত খাদ্য সংকটে ভুগছে শ্রীলঙ্কা। রান্না করার গ্যাস এরও কোনো সংস্থান নেই – নেই আলো জ্বালানোর বিদ্যুতের যোগান। টাকা থাকলেও খাদ্যের যোগান না থাকায় একবেলাই খেয়ে দিন কাটছে অনেক বিত্তদের। কিছুদিন আগেই শ্রীলঙ্কার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৭০ কোটি মার্কিন ডলার দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ। কিন্তু এতেও সমস্যার সমাধান না হওয়ায় সার কেনার জন্য ভারতের কাছে ৫ কোটি মার্কিন ডলার ঋণের আবেদন করলো দেশটি।
জানা যাচ্ছে, বৈদেশিক ঋণের দায়ে জর্জরিত সারা দেশ। এবং বর্তমানে দেশের কোষাগার প্রায় শূন্য। তাই খাদ্যসংকট সামাল দিতে খাদ্যশস্য কেনার ক্ষমতা নেই সরকারের। ফলত দেশেই ফসল ফলানোর পরিকল্পনা করা হয়েছে। তবে জানা যাচ্ছে, দেশে ফসল ফলানোর জন্য বিপুল পরিমাণে ইউরিয়া সারের প্রয়োজন। এখনি সার কেনা না হলে ফসল ফলানো সম্ভব হবে না এবং খাদ্য সংকট আরও বাড়বে। তাই এই সংকট থেকে মুক্তি পেতে ভারতের কাছে ৫ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা।
সূত্রের খবর, ভারত ৫ কোটি ডলার ঋণ দিতে ইতিমধ্যেই রাজি হয়েছে। প্রসঙ্গত, শ্রীলংকার পূর্ব প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ দেশে রাসায়নিক সারের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যার ফলে প্রায় ৫০ শতাংশ ফলনের ক্ষতি হয়েছে। কিন্তু বর্তমানে ফসল ফলানোর জন্য রাসায়নিক সারের ব্যবহার বাধ্যতমূলক হয়ে পড়েছে। তাই দেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবেই সার কেনার জন্য ঋণ চাওয়া হয়েছে।