ভয়ঙ্কর রূপ ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। বিগত কয়েকদিন ধরেই মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। মনে করা হচ্ছে, ঠিক করোনার মত পরিস্থিতি তৈরি করতে পারে এই ভাইরাস। আরে এই ভাইরাসের জেরে প্রাণ হারালো তিন শিশু।
প্রধানত, কলকাতার দুই হাসপাতালে মৃত্যু হল দিন শিশুর। তাদের মধ্যে দুজনের বয়স এক বছরও পেরোইনি। জ্বর ও শ্বাসকষ্ট নেই ইতিমধ্যেই বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে এই রাজ্যে। তবে সবার অ্যাডিনো ভাইরাস হচ্ছে এমনটা নয়। কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। শনিবার গভীর রাতে মৃত্যু হয় রাজশ্রীর। রবিবার সকালে সিভিয়র নিউমোনিয়ার কারণে মৃত্যু হয়েছে আট মাসের শুভজিৎ মণ্ডলের । অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে দেড় বছরের রুদ্রিক সরকারের।
জানা গিয়েছে, কত দু’মাস ধরে জ্বর ও শ্বাসকষ্টে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অ্যাডিনো ভাইরাসের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। তাই ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে।