২৯ শে মার্চ গত সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল গুজরাট বনাম চেন্নাই এর ম্যাচে পাঁচ উইকেটে জয়ী হন ধোনির হলুদ বাহিনী।
প্রায় সব ক্রিকেটপ্রেমীরাই ভেবেছিল হয়তো ধোনি ট্রফি পাওয়ার পরে অবসর নিতে চলেছেন কিন্তু এর পরেও এ বিষয়ে না করলেন মাহি এবং এর পরের বছরেও নতুনভাবে ফিরে আসতে চান তিনি। ২০২৪ এর আইপিএল দর্শকদের তিনি উপহার হিসেবে দিতে চান।
২০০৮ সাল থেকে প্রথমে প্রতিনিধিত্ব দিয়ে শুরু করেন সিএসকের মাধ্যমে তার IPL যাত্রা। ২০১৯ এ হঠাৎ করেই বিশ্বকাপ থেকে অবসর নেয় মাহি।
এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন “এটি আমার অবসর ঘোষণা করার সেরা সময় কিন্তু আমি এখন থেকে অনেক পরিমাণ ভালোবাসা পেয়েছি। এখন সহজ কাজ মাঠ ছেড়ে চলে যাওয়া কিন্তু কঠিন কাজ হবে আরও ৯মাস কঠোর পরিশ্রম করাএবং আরেকটি আইপিএল খেলার চেষ্টা করা।এটা আমার কাছ থেকে একটি উপহার স্বরূপ হবে কিন্তু আমার শরীরের জন্য সহজ হবে না।”
এরপরের বছর ধোনি নিজে থেকে আইপিএলে থাকার আশ্বাস দিলেও এর পরের বছর ধনীকে আদেও দেখা যাবে কিনা এ বিষয়ে এখনো একটি বড় সংশয় থেকেই যাচ্ছে তাই এ ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই আইপিএল প্রেমীদের কাছে।