তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন শি জিনপিং। পার্লামেন্টে ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-(এনপিসি) তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন শি জিনপিং, এছাড়াও একইসঙ্গে তিনি দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হলেন। তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে সবচেয়ে বেশিদিন ধরে প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ড গড়লেন তিনি। চীনের প্রসিডেন্টকে নিয়ে একটি বই লিখেছেন অ্যাড্রিয়ান গেইজেস। সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেছেন, ব্যক্তিগত লভের কথা ভেবে ক্ষমতায় ধরে থাকতে চাইছেন তিনি, এমনটা তিনি নিজে মনে করেন না। তার মতে শি জিনপিং এর উদ্দেশ্য হলো , চীনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশে তৈরি করা।
‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এর এ বারের বার্ষিক অধিবেশনে চিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে জিনপিংয়ের ঘনিষ্ঠ অনুগামী লি কুয়াংকে মনোনীত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সে চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরের মাধ্যমে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে বর্তমানে চীন বেশ কিছু সমস্যায় ভুগছে। আর্থিক বৃদ্ধির হার কমে গেছে, রিয়েল এস্টেট সেক্টরে সমস্যা দেখা দিয়েছে, অ্যামেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ জায়গায় এসে পৌঁছেছে। এসওএএস চীন ইনস্টিটিউটের ডিরেক্টর স্টিভ স্যাং এএফপিকে জানিয়েছেন, ”চীন এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে আরো বেশি করে প্রতিষ্ঠা করতে চাইবে। সেই সঙ্গে ঘরোয়া বিষয়ে যাতে তাদের বাইরের দেশগুলির উপর নির্ভরশীল না হতে হয়, তার চেষ্টাও করবে।” তার মতে, ”চীন আবার মাওয়ের জমানায় ফিরছে না। তবে এমন একটা পরিবেশ তৈরি হবে, যাতে মাওয়ের অনুগামীরা স্বাচ্ছ্বন্দ্য বোধ করবেন।”