থাইল্যান্ডের ওপেন বক্সিং প্রতিযোগিতায় (২০২২) আলোড়ন ফেলে দিলেন ভারতের মহিলা বক্সার মনিকা ফিলিপিন্সের যশিকা বুকে হারিয়ে মনিকা পৌঁছে গেলেন সেমিফাইনালে। দু বার বিশ্ব চ্যাম্পিয়ন জয়ী মনিকার এবারের ম্যাচের ফলাফল ৪-১।
26 বছরের মনিকা নিখুঁত পাঞ্চ এবং পায়ের দ্রুত ব্যবহারের সঙ্গে পাল্লা দিতে পারেননি চলছে জোসি। শেষ পর্যন্ত হার মানতে হয় ২০০৮ এবং ২০১২ সালের বিশ্ব চ্যাম্পিয়নের স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়ী জোসিকে। সেমিফাইনালে মনিকা সামনে রয়েছে ভিয়েতনামে ট্রান থি কিয়েভ। অন্যদিকে অন্য দুই ভারতীয় মুষ্টিযোদ্ধা আশীষ কুমার ও মনীষা তাদের নিজে নিজে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হয়, এবং সেমিফাইনালের উত্তীর্ণ হন। এ ছাড়া সফল হয়েছেন আরও দুই মহিলা বক্সার। মেয়েদের ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন মনীষা। তিনি ৩-২ হারিয়েছেন থাইল্যান্ডের বুয়াপাকে। যিনি দুবার এশীয় যুব বক্সিংয়ে চ্যাম্পিয়ন ছিলেন। ছেলেদের ৮১ কেজি বিভাগের শেষ চারে রয়েছেন আশীষ কুমার। আশীষ কুমার ৫-০ হারিয়েছেন থাইল্যান্ডের প্রতিপক্ষ আপিশিতকে।
প্রসঙ্গত, ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়া থাইল্যান্ডের ওপেন বক্সিং প্রতিযোগিতায় ভারত পেয়েছিল মোট আটটি পদক। একটি স্বর্ণ, চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। এবারে দেখার বিষয় হল এই বছর ভারত কটা পদক পায়।