অজয় দেবগন এবং সিদ্ধার্ত মালত্রোমা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমা মুক্তি পাওয়ার আগেই তা নিষিদ্ধ করার দাবি উঠে গিয়েছে। সংশ্লিষ্ট দাবিতে সরব হলেন খোদ মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারঙ্গ। সারঙ্গের অভিযোগ, সিনেমার দৃশ্যে পৌরনিক চরিত্র চিত্রগুপ্তের সঙ্গে স্বল্পবসনা নারীদের নাচতে দেখা গিয়েছে। এতে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, বহু বছর ধরে বলিউডে অনেক চিত্র পরিচালক হিন্দু দেবদেবী সমাজ নিয়ে আপত্তিকর বার্তা, ছবি প্রচার করে যাচ্ছেন। এর বিরুদ্ধে সরব হওয়া অত্যন্ত জরুরী। এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন, তিনি এখানে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন, যাতে হিন্দু ধর্মাবলীদের বিশেষত কায়স্থদেরও অপমান করা হয়েছে।
প্রসঙ্গত, হিন্দু পুরাণ অনুযায়ী চিত্রগুপ্ত হলেন মৃত্যু দেবতা যমরাজের সহকারী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এক জন মানুষের মৃত্যুর পর যমরাজ তার সারা জীবনের কাজের মূল্যায়ন করেন এবং সেই ভিত্তিতে তাঁকে শাস্তি বা পুরস্কার দেন। কিন্তু এখানে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।