বিশ্ব জুড়ে আবারও দ্রুত বাড়ছে কোভিড সংক্রমণ। দক্ষিণ কোরিয়ায় ভয়াভয় রুপ ধারণ করেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। একদিনে আক্রান্ত প্রায় ৪ লক্ষেরও বেশি মানুষ।
গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৪,০০,৭৪১ জন। দক্ষিণ কোরিয়ার সরকারী সংস্থা কোরিয়া ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় ৪ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার ফলে এদিন দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখেরও বেশি ছাড়িয়ে গেছে বলে ধারনা করা হয়েছে, যা দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত সর্বোচ্চ। ধারনা করা যাচ্ছে যে করোনা ভাইরাসের বিধিনিষেধ সঠিক ভাবে মেনে না চলার ফলেই স্থানীয়ভাবেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।
এখনো পর্যন্ত সংক্রমণ বৃদ্ধির হার সব থেকে বেশি আমেরিকাতে। যদিও কিছুদিন আগেই সমগ্র বিশ্বের সব দেশই দাবি করেছিলো যে টিকাকরণের হার বৃদ্ধি পেয়েছে। সেখানে আবারও বিশ্ব জুড়ে এই সংক্রমণ বৃদ্ধি। তাহলে কি এই প্রতিষেধক ওমিক্রনের সংক্রমণ আটকাতে সক্ষম নয় ? এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ দলের প্রধান মারিয়া ভ্যান খারকোভ জানিয়েছেন যে বিধিনিষেধ সঠিক ভাবে মেনে না চললে কোনও ভাবেই এর সংক্রমণ আটকানো সম্ভব নয়। তাই বিধিনিষেধ মানা সব থেকে বেশি জরুরি বলে জানিয়েছেন তিনি।