এবার দর্শকদের জন্য ‘কিশমিশ’ নিয়ে হাজির দেব, প্রকাশ্যে এল ট্রেলার। দীর্ঘ অপেক্ষার অবসান, আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে দেব রুক্মিণী জুটির অভিনীত ‘কিশমিশ’ চলচ্চিত্র। সোমবার সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই দেব-অনুরাগীদের উন্মাদনার পারদ তুঙ্গে।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এবং দেবের হাউস প্রোডাকশন অর্থাৎ ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ প্রযোজিত ছবি একটা মিষ্টি প্রেমের গল্প ‘কিশমিশ’। সিনেমায় দেবকে দেখা যাবে তিনটি ভিন্ন লুকে। সিনেমায় কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় কাজ করছেন দেব এবং রোহিনী সেন এর ভূমিকায় রুক্মিণী মৈত্র। টিনটিন ও রোহিণী বিপরীত মেরুর দুই মানুষ হওয়ায় শুরুটা হয় ঝগড়া – মারপিট দিয়েই। যদিও পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও টিনটিনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে রোহিণী। এরপর দেখার তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়? দুজনেই কিশমিশের সন্ধানে বেরিয়েছে আদেও কি তারা পাবে কিশমিশের খোঁজ?
প্রসঙ্গত দেবের সিনেমা টনিক বক্সঅফিসে পুরো দমে চলেছে এবার দেখার কিসমিস এর স্বাদে কতটা মেতে ওঠবে দর্শক।